কিছুই না
আমার আকাশে আজ ঘোর অমানিশা,
তাই বুঝি নক্ষত্রগুলো এত উজ্জল,
তোমার চোখের মত।
অন্ধকারে বড় আপন,
বড় কাছের মনে হয় ওদেরকে।
খুব কাছাকাছি চলে আসে আমার,
মনে হয় হাত বাড়ালেই ছুতে পাবো।
ওরা তোমার মত নয়,
ওরা অতিত - ভবিষ্যত মানে না,
বর্তমান হয়ে থাকে আকাশের বুকে।
তোমার আকাশে আজ নিশ্চই পূর্ণিমা?
রাত্রির কালো ছায়া স্পর্শ করে না তোমার শরীর,
ওখানে এখন খেলা করে পূর্ণিমার আভা।
এক-ই আকাশ এক-ই পৃথিবী,
তবু কেন এই বিভেদ?
কেন এত দুরত্ব তোমাতে আমাতে?
অমানিশার রাতে তুমি কি পারনা
আমার হৃদয়ে উজ্জল নক্ষত্র হয়ে থাকতে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।