আমাদের কথা খুঁজে নিন

   

নিকের আড়ালে ব্লগিং

ৃবিকটজত চ্হজহদজদজবদ আমি বিশ্বাস করি ব্লগ একটা খোলা খাতা। অনেকের চেপে রাখা মনের কথা বলারও জায়গা। চেপে রাখা মনের কথাগুলা হতে পারে ব্যক্তিগত, পারিবারিক, কিংবা পেশাগত, যাতে মন হালকা হয়। পারিবারিক, সামাজিক কারণে আসল পরিচয় অনেক সময় বিব্রত হওয়ার কারণ হতে পারে খোলা মনে কথা বলার জন্য। যতক্ষণ না কেউ নিকের আড়ালে উদ্দেশ্যমূলক বিদ্বেষ, প্রোপাগান্ডা, হিংসা, অপরাধ ছড়াচ্ছে, আমি নিক নেওয়া দোষের দেখি না। আর ব্লগিংএ কে উচুদরের, কে সাধারণ এরকম বিভেদ না করাই ভাল। ব্লগিং করে জীবিকাও নিশ্চয়ই চলে না।আসুননা কে কি সেটা বিভেদ না করে সবাই ব্লগার হিসাবে এককাতারে পরিচিত হই। জানার চেষ্টা করি মানুষের নানারকম মনের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.