১) একের অধিক ছ্যাঁকা খাইলেও তাহারা সর্বদা প...্রথম ছ্যাঁকার কথাই স্বীকার করিবে, বাকিগুলাকে গুড ফ্রেন্ড বলিয়া চালাইয়া দিবে।
২) তাহারা একলা তোমার সাথে হাসিয়া কথা কহিবে, কিন্তু সাথে অন্য কেহ থাকিলে এমন ভাব করিবে যে তাহারা তোমাকে সহ্যই করিতে পারিতেছে না।
৩) এক কেজি ওজন কমাইতে পারিলে তাহারা খুশিতে আত্মহারা হইবে এবং সকলকে তাহা বলিয়া বেড়াইবে।
৪) তাহাদের অধীকাংশই ইংরেজী শিক্ষার কোর্সে ভর্তি হইতে গিয়া ভুলক্রমে আই,এল,টি,এস এর কোর্সে ভর্তি হইয়া যায়। এই কোর্সে ইংরেজী শিখানো হয়না, শুধুমাত্র ইংরেজীর চর্চা করানো হয়, ইহা তাহারা কোনভাবেই মানতে চাইবে না।
তাহাদের এই ভোদাইগিরির সুযোগ লইয়া বহু আই,এল,টি,এস কোচিং সেন্টার মোটা অংকের অর্থ কামাইতেছে।
৫) তাহাদের অনেকেই মনে করেন যে ‘এক্সকিউজমি’ সঠিক উচ্চারন নয়, তাই তাহারা ইহাকে সঠিকরুপে উচ্চারন করিতে গিয়া ‘স্কিউজমি’ বলিয়া ভুল উচ্চারন করেন।
৬)তাহাদের অনেকেরই স্লীভলেস কামিজ পড়িয়া, হাত ওড়না দিয়া ঢাকিয়া অর্ধাধুনিক হইতে মন চায়।
৭) নিজের পছন্দের কুৎসিত মেয়েটিকে ‘সুইট’ উপাধি দিয়া চালাইয়া দেবার চেষ্টা করিবে এবং প্রয়োজনে হিংসার সুন্দরী মেয়েটিকে ‘উগ্র’ উপাধিতে ভূষিত করিবে।
৮) দীর্ঘ চার বছর ক্রিকেটের কোন খোঁজ লইবে না, কিন্তু বিশ্বকাপ আসিলে এমনভাব করিবে যেন ওরা এগারোজনত তাহার হাতেই গড়া।
৯) তাহাদের অনেকেরই ইন্টারমিডিয়েটের সময় বিবাহ হইয়া যাইতেছে বলিয়া শুনা যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় মাস্টার্স শেষ করিবার পরও মেয়ে আইভ্রূ হইয়া বসিয়া আছে।
১০) আজ পর্যন্ত কোন পাত্রপক্ষই তাহাদের অপছন্দ করেন নাই, তাহারাই সকল পাত্রকে বাতিল করিয়া দিয়াছেন- সর্বদা এমনটিই শোনা যায়।
১১ ) তাহারা মুখমন্ডল লইয়া এতই চিন্তিত যে শরীরের যত্ন নেবার কথা তাহাদের মনেই আসে না।
১২ ) তাহাদের মাঝে যাহারা একটু বোকা তাহাদের ইমেইলের পাসওয়ার্ড তাহাদের ছেলেবন্ধুর নামের সাথে ওয়ান টু থ্রি যোগ করিলেই পাওয়া যাইবে
collected ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।