(আমার প্রথম পোস্ট ভুল হলে নিজ গুনে ক্ষমা করে দিবেন) মিরপুর-১২ টু যাত্রাবারি ২৬ টাকা শি্কর পরিবহন মিরপুর-১২ টু যাত্রাবারি ২৭ টাকা সিল্ক সিটি বাস গুলোর সার্ভিসের কথা আর কি বলিব যারা চলাফেরা করেন তারা ভাল বলতে পারবেন কেমন ভুগান্তি হয় ।সকাল বেলা গেলাম শি্কর দিয়ে একজন লোক আগারগাও যাবে তার কাছ থাকে রাখা হল ২০ টাকা আবার অই জায়গা থাকে দুই জন লোক উটলো(শেওরাপারার পর থেকে লোক উঠানো নিষেধ)।দুই জন মহিলা ফারমগেট নাম্বে তারা অনেক অনুরোধ করার পরও ২০ টাকা রাখা হল অথচ কাওরান বাজার থেকে লোক উঠানো হলো ।আসার সময় সিল্ক সিটি দিয়ে আসি্লাম ভাড়া নিয়ে অনেকে প্রশ্ন করল হেল্পার কোন উওর দিতে পারলো না শুধো বললো এটাই ভাড়া এটাই দিতে হবে ।প্রেস ক্লাব অনেক লোক নামে যাবে তাই সে অ্গ্রিম দাড়িয়ে লোক নিলো । তিতাস পরিবহন সিটিং সার্ভিস মিরপুর-১২ টু চন্দ্রা এই বাস এ লোক দাড়ানো থাকে না এমন কোনো বাস পাবেন না অথচ ভাড়া সবসময় সিটিং ভাড়া দিতে হবে । এরকম আরও অনেক বাস আছে যারা সিটিং সার্ভিসের নামে লুকাল সার্ভিস দিতেছে দেখার কেও নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।