আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক, অটোয়া শিক্ষিকার নিবন্ধন বাতিল

দ্য বেঙ্গলি টাইমস ডটকম শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে কানাডার রাজধানী অটোয়ার খ্যাতনামা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষিকার নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। অন্টারিও কলেজ অব টিচারস ডিসিপ্লিন কমিটিতে উপস্থানের পর গত সেপ্টেম্বরেই ওই শিক্ষিকাকে শিক্ষকতা পেশায় অযোগ্য ঘোষণা করা হয়। কিন্তু এতদিন বিষয়টি জনসমক্ষে আসেনি। ঘটনায় প্রকাশ, এ. ওয়াই. জ্যাকসন সেকেন্ডারি স্কুল এবং মেরিভেল হাই স্কুলের শিক্ষিকা জোয়ানি লিগার-লিগল্ট শৃঙ্খলা কমিটির শুনানিতে অংশ না নিয়ে নিজের দোষ স্বীকার করে নেওয়ার পর কমিটি আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষিকার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেয়। জোয়ানি লিগার স্বীকার করেন, দুজন ছাত্রের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ শারিরীক সম্পর্ক ছিল এবং তৃতীয় একজন ছাত্রকে তিনি ঠোঁটে চুম্বন করেছিলেন।

জানা যায়, ২০০১-০২ থেকে ২০০৫-০৬ সময়কালে চার টিনএজ শিক্ষার্থীর সঙ্গে শিক্ষিকা জোয়ানি লিগার-লিগল্টের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠার বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিশদ তদন্তের পর, অভিযুক্ত শিক্ষিকাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। জোয়ানি তাঁর দোষ স্বীকার করে নেন। কমিটির প্রতিবেদনে বলা হয়, যাঁদের তিনি শিক্ষা দান করতেন, তাদের সঙ্গেই অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাদের যৌন হয়রানির মাধ্যমে শিক্ষিকা জোয়ানি তাঁর পেশাগত আদর্শ থেকে বিচ্যূত হয়েছেন। তিনি মহান একটি পেশার মর্যাদাও ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। এ ধরনের বিচ্যূতি শিক্ষকতা পেশার জন্য অত্যন্ত গ্লানিকর, অসম্মানজনক এবং সম্পূর্ণ অপেশাদার।

সে কারণে জোয়ানি লিগার শিক্ষক সমাজের সদস্য থাকার যোগ্যতা হারিয়েছেন। সূত্র জানায়, জোয়ানি লিগার-লিগল্ট দ্য অটোয়া স্কুল বোর্ডের অধীনে ২০০১ থেকে ২০১১ সালের জুন পর্যন্ত মেরিভেল হাই স্কুলে কর্মরত ছিলেন। ২০০৮ সালে জোয়ানির বিরুদ্ধে প্রথম একটি অভিযোগ ওঠে। কিন্তু অটোয়া পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ এবং বিস্তারিত তথ্যপ্রমান উপস্থাপনের পর ওই শিক্ষিকার নিবন্ধন বাতিল করা হয়। শিক্ষকতা পেশায় অযোগ্য ঘোষিত হওয়া জোয়ানি ২০১০ সালে ফ্রেঞ্চ ল্যাংগুয়েজ লিটারেসি আর্টসে বিশেষ অবদানের জন্য সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

তথ্যসূত্র- Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.