“বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না। কেননা, সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়, তারা আর কিছুই করে না, তারা আত্মবিনাশের পথ পরিস্কার বাংলাদেশের বিচার ব্যাবস্থা এবং প্রশাসনিক অবকাঠামো একটি নীতিগত মজবুত ভিত্তির উপর দাড়িয়ে আছে, সম্প্রতি পুলিশের গুলিতে চাঁদপুরের নিহত দুই ব্যাক্তির বিরুদ্ধে মামলা তাই প্রমাণ করে।
মৃত জীবিত ধণী গরিব সবাই বিচারের মানদন্ডে সমান, এ বিষয়টি আরও একবার প্রমান হয়ে গেল। অন্যায়, অরাজকতা, অপরাধ দমনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে বর্তমান সরকারের পুলিশ ও সেচ্ছাসেবক বাহিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশের সাধারন জনগনকে একটি নজীরবিহীন সুশৃঙ্খল সমাজ ব্যাবস্থা উপহার দিতে সক্ষম হয়েছে। নিচের সংবাদটি এ বিষয়টি আরও স্পষ্ট করে দেয়:
চাঁদপুর শহরে বিএনপির গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে লিমন ছৈয়াল (২২) ও আবুল কাশেম মৃধা (৫০) নামে দুজন পুলিশের গুলিতে নিহত এবং শতাধিক আহত হয়।
শহরের বাবুরহাট এলাকার বাসিন্দা কাশেম রিকশা চালিয়ে সংসার চালাতেন।
এ ঘটনায় পুলিশ সোমবার নিহত দুই কর্মীসহ বিএনপির ছয় হাজার নেতা-কর্মীকে আসামি করে একটি মামলা করে।
বিডিনিউজ ২৪ ডট কম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।