সকালে ৬:৩০ এ বাসা থেকে বের হলাম ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে,একটু দূরের একটি বাসা থেকে আমার থেকে ৪ কি ৫ বছরের ছোট একজনকেও বের হতে দেখলাম...আমার কাঁধে ছিল ব্যাগ ওর কাঁধেও ব্যাগ ...কিন্তু আমার ব্যাগ এ ছিল কিছু প্রয়োজনীয় বই ও কাগজপত্র আর ওর ব্যাগ এ ছিল আমার ব্যবহৃত ফেলে দেওয়া কিছু অপ্রয়োজনীয় কাগজ..কিছুক্ষন লক্ষ্য করলাম ওকে ...দেখলাম রাস্তার আশে পাশে কি যেন খুঁজছে....অপরাধীর মত পাস দিয়ে হেটে চলে গেলাম নিজের কাঁধের ব্যাগটি নিয়ে..মনে হয় সারাদিনের আহারের ব্যবস্থার জন্য এত ভোরে বাসা থেকে ব্যাগ কাঁধে নিয়ে বের হওয়া !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।