আমাদের কথা খুঁজে নিন

   

অপরাধী আমি

আমি সকল ধর্মের উদ্ধে উঠে মানবতাকে আলিঙ্গন করতে চাই। জীবন গণ্ডির শৃঙ্খলা ভেঙ্গে আমি উশৃঙ্খল মানব গঠিত সমাজের কাছে আজ আমি তাই খল। এ সমাজে মার খেয়ে যায় যারা দুর্বল, সকল আশা বিসর্জন দিয়ে ফেলে চোখের জল। তাদের পাশে দাড়াতে যদি ভাঙি সমাজ ব্যধি, তার জন্য কি ঘটনা গড়ায় কাঠগড়া অবধি? সমাজ যারা চালায়, সকল নীতি তারাই বানায়, নিজের স্বার্থ আদায় করতে সাধারণকে ফাসায়। আমার কি দোষ; আজ আমি তাই সমাজবিরোধী, সমাজের ওই মানুষের কাছে আমি অপরাধী।

মুখোশধারী সমাজসেবক, সুশীল নাগরিক, আমার কি পাপ যদি তাদের বলি - ধিক শত ধিক? বয়স হলেই মুখে দাড়ি, মাথায় দিয়ে টুপি, অতীত যা হোক হয়ে যান তারা এলাকার মুরুব্বি। নিজে যে পাপ হাজারবার করে এসেছেন অতিতে, অন্যকে বাস্তু হারা করেন সেই পাপের সাজা দিতে। আমার কি দোষ; আজ আমি তাই সমাজবিরোধী, সমাজের ঐ সেবকদের কাছে আমি অপরাধী। সমাজের ঐ উঁচু মাথা আজ গর্ব করে চলে, সমাজ তো তারাই চালায় মুখে কথা বলে। তাদের কথায় সকল মানুষ উঠে আর বসে, এ সুযোগে লাভের খাতায় হিসেব তারা কষে।

তাদের মুখের ভাষাই সমাজের আইন কানুন, আইন ভাঙলে সাজা? সে তো জ্বলন্ত উনুন। আইন যারা তৈরি করে তাদের জন্য নয়, আইন যেন শুধু সাধারন মানুষের জন্য রচিত হয়। আমার কি দোষ; আজ আমি তাই সমাজবিরোধী, সমাজের ঐ উঁচু মাথার নিকট আমি অপরাধী। জনগণের দেওয়া ক্ষমতাকে করে তারা নিজের স্বার্থে ব্যয়, জনগণও মুখ বুজে তাদের সুযোগ করে দেয়। একারনেই রাষ্ট্রপতি ক্ষমা করে দেন নিজ দলেরই খুনি, আমরা মুখ বুজে শুধু দুকান দিয়ে শুনি।

প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তানেরা করে দেশের সম্পদ লুট, বিরোধীদলে গেলে এর বিচার হলে সংসদ ওয়াক আউট। মাথার ঘাম পা এ ফেলে মানুষ করে কর দান, মন্ত্রীরা কিন্তু এ টাকা থেকেই তাদের বেতন পান। বৈধ আয় থেকেই তারা কর দিতে না চান, অবৈধ আয় হিসেব করলে যে তাদের জেলে নিবেন ভগবান। আমার কি দোষ; আজ আমি তাই সমাজবিরোধী, সমাজের ঐ চালকের নিকট আমি অপরাধী। মার খেয়ে যায় লিমন, কাদের; প্রান হারায় সিদ্দিক, এদের মতো কতো শত ভুক্তভোগী নাগরিক।

অথচ দুদিন পরেই মানুষ যায় এদের কথা ভুলে, শুধু যারা ভোগে তারাই চোখের জল ফেলে। আমার কি দোষ; আজ আমি তাই পথ হারা এক পথিক, দিশে হারা হয়ে আমি তাই ঘুরি দিকবিদিক। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.