আমার সম্পর্কে বলার মত কিছু নেই।
আসলে দুর্নীতি মাপার কোন ল্যাক্টমিটার জাতিয় কোন যন্ত্র এখনও আবিস্কার হয়নি। একেক সরকার আসলে দেখি একেকজনের নামে দুর্নীতির মামলা, যেমন তত্তাবধায়ক সরকারের সময়ে দেখেছি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও ১৮টি মামলা করা হয়েছিলো ( বর্তমান সরকারের সকল নেতার মামলা বর্তমানে বাতিল হয়েছে) মামলা হয়েছিলো খালেদা জিয়ার নামে ও গতকালের মামলা সহ তারেক জিয়ার নাম্ো ১৪টি মামলা হয়েছে। এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর নামেও গতকাল আরেকটি মামলা হয়েছে (বিএনপির নেতাদের নামে করা মামলা গুলো বর্তমানে সচল আছে)। কে ভালো আর কে খারাপ আর কে অপরাধী আর কে অপরাধী নয়- তার বিচার হোক রাজনীতি হয়রানি মুক্ত বা রাজনীতি হেরাসমেন্ট মুক্ত এটাই আমরা সাধারন জনগন চাই । আমি কেহকে ভালো আর কেহ কে খারাপ বলতে চাই না।
কেন পত্রিকা যে ভালো এটা কে বলতে পারে? আমার মতে সকল পত্রিকাই যার যার পক্ষপাতমুলক বক্তব্য প্রকাশ করতে স্বাছন্ধ বোধ করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।