আমাদের কথা খুঁজে নিন

   

আমি অপরাধী

"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরিয়া গেছে.। "
আমি ভাল নেই, ভাল থাকা বোধ হয় আর হয়ে উঠলনা; পরাজয়ের বিষাক্ত ছোবলে আমি ক্ষত-বিক্ষত,রক্তাক্ত বিবসনা। আমার পরিচয় ম্লান বেঁচে আছি যেন সমাজের উচ্চিষ্ট আবর্জনা বানবাসী মানুষের মত আমার জন্য বরাদ্দ হয়েছে কিছু মানুষের করুনা। আপরাধ একটাই করেছি আমি মানুষ কে মানুষ বলে জেনেছি .. বদলে যাওয়া সময়ের তোয়াক্কা না করে পূরোনো সুরে বন্ধু বলে ডেকেছি। ভাবের রংচটা প্রলাপে নিষিদ্ব সুড়সুড়ি দিতে আমি পারিনি আমি শুধু কবিতার ব্যঞ্জনায় শুনিয়েছি জীবনান্দের ললিত বাণী।

এ্ই আমার ক্ষমাহীন ব্যার্থতা, মহাপাপী আমি, নিকৃষ্ট অপরাধী; আধুনিক মানুষের কাঠগড়ায় উকিল মোক্তার হীন অসহায় বিবাদি। ওরা বেশ ভাল আছে আমাকে পুড়িয়ে ক্ষতবিক্ষত করে; ওদের ঘরে নিত্য রাসলীলা নীল সভ্যতার অসুস্থ এই নগরে। আধুনিক সমাজের নক্ষত্রজন ওরা প্রেম করেনা শুধু বন্ধুত্ব করে আর চুপি চুপি বন্ধুর মাঝে মারলিন মনরো কে খুঁজে ফিরে। ওরা হাত ধরে চলে গান করে ফান করে রমরমা ষোলকলা, দেহতত্ত্ব বেশ সুস্বাদু নিভৃতে ঝরে পড়ে লালসার লালা। দিন দিন ভারী হয় ওদের দল আড্ডায়-ঝলসায় নব উদ্যমে, কোমল শালীন মানুষের বুকে পদচিহ্ন এঁকে দিয়ে ওরা মেতে উঠে নিষিদ্ধ গন্ধমে।

অপবাদে অপমানে নিঃস্ব আমি বেদনার ক্ষত বুকে মেনে নিয়েছি পরাজয়। নিজেকে বদলে ফেলার সময় হল; অমানুষ হতে হবে ঝেড়ে ফেলে মিথ্যে বিনয় ঘুম আসেনা দুচোখে আমার রাত জেগে জেগে জিঘাংসু পরিকল্পনা যারা আমার সব শেষ করে দিল তাদের চলার পথে আমি এঁকে দেব রক্তের আলপনা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.