আমাদের কথা খুঁজে নিন

   

একজন ভাড়াটে খুনী চাই.....

জয় হোক নতুন প্রজন্মের, জয় বাংলা.......... এক মুক্তমনার ইচ্ছা হইলো সুইডেন যাবে। কিন্তু পিতা কর্তৃক প্রদত্ত নামটা মুসলিম হওয়ায় এম্বাসী তাকে ভিসা দিলো না। কিন্তু তাই বলে উনি চেস্টা বন্ধ করে দেননি। কার থেকে যেনো শুনেছিলেন নাস্তিকদের সুইডেন বেশ খাতির করে, বিশেষ করে মুসলিম কান্টিগুলো থেকে নিরাপত্তার অভাব অযুহাতে বিতাড়িত নাস্তিকদের ওরা নাকি জামাই আদর করে। তো আর কি উনি নাস্তিকতা প্র্যাকটিস শুরু করে দিলেন।

কয়েকদিনে উনি বুঝে ফেল্লেন মুসলমানদের ধর্মানুভূতি অনেক বেশী, তাই বেশী বেশী করে মুসলিম বিরোধী লেখা লিখতে শুরু করলেন। অনেক লিখলেন অনেক সুনাম-দুর্নাম হলো কিন্তু কেউ উনার বাড়িতে ঢিল ছুড়লো না, উনাকে রাস্তা-ঘাটে মাইর দিলোনা। এমনিক অবাঞ্চিত ঘোষনাও করলো না। কম চেস্টা উনি করেননি একটু মাইর খাইতে, এমনকি বইমেলায় যাওয়ার আগে স্ট্যাটাস দিতেন "জেহাদী ভাইয়েরা চাপাতি নিয়া আসো, বইমেলায় যাচ্ছি" মাগার কুত্তায়ও উনারে দেইখা ঘেউ করলো না। উনার কত আশা ছিলো জাশির পোলাপাইন উনার ২/১টা রগ কেটে দিবে।

তারপর উনি নিরাপত্তা অযুহাতে সুইডেনের ভিসাটা পেয়ে যাবেন কিন্তু সব আশায় গুড়ে বালি। শেষ পর্যন্ত উনি নতুন পন্থা বের করলেন। জনপ্রিয় লেখকদের লুঙ্গি খুলবেন। এতে যদি ওই লেখকের ভক্তরা উনারে একটু হুমকী-ধামকী দেয়। ওই লেখককে একজন চটি লেখক বানানোর কত চেস্টা করলেন একি ফলাফল।

কুত্তাতো দূরে থাক উনাকে দেইখা বিড়ালও মিউ করলো না। গোপন সূত্রে জানা গেছে উনি এখন একজন ভাড়াটে খুনী তালাশ করছেন। যে উনাকে চাপাতি দিয়ে ছোট-খাট ২/১টা পোচ দিবে। উনি মারাও যাবেন না কিন্তু পত্রিকার শিরোনাম হবেন। দোষ পড়বে মৌলবাদী বা কোন লেখকের ফ্যানাটিক ভক্তদের।

তারপর নিরাপত্তা সংকট অযুহাতে উনার সুইডেনের ভিসা ঠেকায় কে?? উনার বিদেশ যাত্রা শুভ হোক। (ইহা একটি সম্পূর্ন কাল্পনিক ছোটগল্প, কারো সাথে মিলিয়া গেলে কাকতালিয় বা পেঁচাতালিয় ধরে নিবেন) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.