প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। শাফিক আফতাব-------
কোথায় লুকোবো মুখ
কার কাছে যাবো
কাকে বলবো : ভালোবাসি তোমাকে।
এখন বড় দুঃসময়, ভালোবাসারা ডেকেছে হরতাল
মানুষের আবেগ নেই
কোথায় লুকোবো মুখ
কে হাতে তুলে দেবে খাঁটি গাভীর মগভর্তি দুধ কিংবা একটি সবরীকলা
কিংবা এক গ্লাস শরবত।
কারো সময় নেই
ভালোবাসার সময় নেই, প্রেম প্রেম খেলেনা মানুষ আজ,
তারা কাম কাম খেলে ;
তারা বুথ হয়ে পড়ে থাকে যন্ত্রকলে।
কার বুকে লুকোবো মুখ
সবার পেয়ালা খালি হয়ে গেছে..............
দশ সন্তানের জননীর মতোন ঝাঁঝড়া হয়ে গেছে.........
০৮.০৫.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।