############### ফিরে আসতে চাও তা কি হয়? পৃথিবীর যে পথে তুমি একদিন চলেছিলে, বলেছিলে যে কথা, তা কি ইথারে ভাসছে না ? আমি তোমাকে অজস্র নক্ষত্রের ভেতর মিটমিট প্রোজ্বলতায় দেখি তবে কেন ফিসে আসতে চেয়ে দুঃখ বাড়াও যে জীবন চলে গেছে তাকে চলে যেতে দাও। কেনো তবে হাতটা বাড়াও। জীবন ফিরে না কখনো কেনো না জীবন তো নদী আর নদী মিলে যায় অথই তথোধীতে। এসো আমরাও মিশে যাই শূন্যে, দিগন্তে কিংবা সমুদ্রের নোনা জলে। ...........................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।