ঢাকা, বুধবার, ২৫ জানুয়ারি ২০১২, ১২ মাঘ ১৪১৮, ১ রবিউল আউয়াল ১৪৩৩
হোম বিশাল বাংলা রূপগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নারীসহ আহত ৩
রূপগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নারীসহ আহত ৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি | তারিখ: ২৫-০১-২০১২
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ডাকাতেরা বাড়ির লোকজনকে জিম্মি করে হাত-পা বেঁধে ৩০ ভরি স্বর্ণ, নগদ ৩০ হাজার টাকা, দুটি মুঠোফোন লুট করে নিয়ে গেছে বলে বাড়ির মালিক স্বর্ণ ব্যবসায়ী অজিত ঘোষ দাবি করেছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার ভুলতা গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় অজিত ঘোষ, তাঁর স্ত্রী লক্ষ্মী রানী ঘোষ ও অজিতের মা রেখা রানী ঘোষ আহত হয়েছেন।
অজিত ঘোষ সাংবাদিকদের বলেন, ‘দক্ষিণপাড়া গ্রামে আমার বাড়ির পাশে লোকনাথ জুয়েলার্স নামের আমার একটি স্বর্ণের দোকান রয়েছে। প্রতিদিন রাতে দোকান বন্ধ করে স্বর্ণগুলো বাসায় এনে রাখতাম। সোমবার রাতে দোকান থেকে ৩০ ভরি স্বর্ণ বাসায় এনে রাখি। ্রমঙ্গলবার ভোররাত সাড়ে তিনটায় ১৫-২০ জনের সশস্ত্র ডাকাতদল বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে।
তখন আমিসহ পরিবারের লোকজন ঘুমন্ত অবস্থায় ছিলাম। কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের সবার হাত-পা বেঁধে ফেলে।
পরে ডাকাতেরা ঘরের আলমারি ভেঙে সেখানে থাকা ৩০ ভরি স্বর্ণ, ৩০ হাজার টাকা, দুটি মুঠোফোন লুটে নেয়। ’্র
এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শাহ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অজিত দাবি করেছেন, ডাকাতেরা ৩০ ভরি স্বর্ণ লুটে নিয়েছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
: ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।