আমাদের কথা খুঁজে নিন

   

আইনশৃঙ্খলা পরিস্থিতি : প্রতি ৩দিনে একটা করে খন্ডযুদ্ধ



আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর থেকে অর্থাৎ৭ জানুয়ারী ২০০৯- ২০ অক্টোবর ২০০৯ পর্যন্ত গত ১০ মাসে ক্রসফায়ারে ৯৭ জন মারা গেছেন। প্রতিটি ক্ষেত্রেই প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে ওত পেতে থাকা অপরাধীরা অতর্কিতে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর উপর হামলা চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্নরক্ষার্থে পাল্টা গুলি বর্ষন করলে পালের গোদা অর্থাৎ অপরাধীদের দলনেতাটি মারা যান। ক্রসফায়ারের এই গল্প সবার মুখস্থ। সরকারের তথ্য অনুযায়ী গত ১০ মাসে ৯৭টি খন্ড যুদ্ধ হয়েছে।

অর্থাৎ প্রতি মাসে প্রায় ১০টি এবং প্রতি ৩দিনে একটি করে খন্ড যুদ্ধ হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা সহজে অনুমেয়। আমাদের পুলিশ কমিশনারগন আর স্বরাস্ট্রমন্ত্রী ও প্রতি মন্ত্রী বলছেন পরিস্থিতি স্বাভাবিক। সর্বশেষ বিবিসি সংলাপে একজন প্যানেল আলোচক বললেন তত্বাবধায়ক সরকারের সময় থেকে তুলনামূলক এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অনকে উন্নতি হয়েছে। এই প্যানেল আলোচক কোন দেশে বাস করেন!! দলীয় লেজুরবৃত্তি এবং অন্ধ আনুগত্য কোন পর্যায়ে পৌছালে সর্বসম্মুখে এমন নির্জলা মিথ্যা বলা যায়।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বিচারবর্হিভূত হত্যাকান্ড এবং মানবাধিকার প্রসঙ্গে যা বলা হয়েছিলো তা হুবহু তুলে দিলাম- 'বিচার বর্হিভূত হত্যাকাণ্ড বন্ধ করা হবে..................মানবাধিকার লংঘন কঠোরভাবে বন্ধ করা হবে। ' ' (ইশতেহারের ৬নং পৃষ্ঠায় ৫.সুশাসন প্রতিষ্ঠা শীর্ষক অনুচ্ছেদের ২নং পয়েন্ট দ্রষ্টব্য) । বোকা জনগনের অংশ হিসেবে আমার মনে প্রশ্ন জাগে ক্রসফায়ারে হত্যা করা হলে তাকে কি বিচারবর্হিভূত হত্যাকান্ড বলা যায়!! একজন জঘন্য অপরাধীকেও বিচারের মুখোমুখি না করে হত্যা করা হলে তাকে কি মানবাধিকারের লংঘন বলা যায়!! আইনের শাসন বলা যায়!! বিচারবর্হিভূত হত্যাকান্ড এবং মানবাধিকারের ডিজিটাল আর এনালগ সংজ্ঞা আমাদের নেতারা কোনদিনই আমাদের জানাবেন না। বোকা জনগনের অংশ হিসেবে আপনার মনেও কি এই প্রশ্নগুলো জাগে অথবা আপনি কি এই সকল প্রশ্নের উত্তর জানেন!! খুব জানতে ইচ্ছে করে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.