স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। জঙ্গিবাদ ও চাঁদাবাজি অনেকটাই কমেছে। আজ মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় নির্মাণাধীন কারাগার পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন।
সাহারা খাতুন বলেন, মহাজোট সরকার আইনশৃঙ্খলা, শিল্প, কৃষিসহ প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মানুষ আগে মনে করত কারাগারগুলো বন্দীদের নির্যাতনশালা।
কিন্তু আমাদের সরকার সারা দেশের কারাগারগুলোকে সংস্কার করে সংশোধনাগারে পরিণত করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। কেরানীগঞ্জের কারাগারটিও আধুনিকায়ন করে প্রায় চার হাজার কারাবন্দীকে সংশোধনের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সাহারা বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল ঘাতকচক্র। এরপর তারা শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যা করতে চেয়েছিল।
অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ref : prothom alo ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।