আমাদের কথা খুঁজে নিন

   

আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী

বুধবার সকালে গাজীপুরের শফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৪তম জাতীয় সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, “গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সাম্প্রদায়িক শক্তি, বিএনপি-জামাত-শিবির ও তাদের দোসররা দেশকে আর যাতে অস্থিতিশীল করতে না পারে সেদিকে আনসারসহ প্রতিটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সতর্ক থাকার আহ্বান জানাই। ”

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “তৃতীয়বারের মতো দেশের জনগণ আমাদের সরকার পরিচালনার জন্য নির্বাচিত করেছে। আমরা দেশ ও জনগণের কল্যাণে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।



“আমরা মুক্তিযুদ্ধের চেতনা, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। জঙ্গিবাদ ও সন্ত্রাসকে আমরা কঠোর হস্তে দমন করেছি। ”

ফাইল ছবি

বাংলাদেশের মাটি কোনোভাবেই জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের ‘লীলাভূমি’ হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “দেশের কল্যাণে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সকলকে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।

অনুষ্ঠানে সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য আনসার ও ভিডিপির সাবেক ও বর্তমান ১৬জন সদস্যের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

এরআগে প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মোস্তাক আহমেদ এবং আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দিন তাকে স্বাগত জানান।

জাতীয় সংগীতের পর প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। পরে তাকে অভিবাদন জানানো হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আমি আশা করি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহির সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে তাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব পালন করবেন।

সাহস নিয়ে কাজ করবেন।

“দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের প্রতি সুশীল আচরণ করবেন। সমাজের অসহায় মানুষ বিশেষ করে নারী, শিশু ও প্রবীণদের প্রতি সংবেদনশীল হবেন। ”


মুক্তিযুদ্ধে শীহদ ৬৭০ জন আনসার সদস্যকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “১৯৭১ সালে জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে এ বাহিনীর সদস্যরাও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাদের কাছে রক্ষিত ৪০ হাজার অস্ত্র মুক্তিকামী মানুষের মধ্যে বিতরণ করে।

মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে আনসার সদস্যদের গার্ড অফ অনার দেয়ার কথাও স্মরণ করেন তিনি।

৭৬ বছর আগে এই দিনে ঐতিহ্যবাহী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যাত্রা শুরু হয়।

নির্বাচনের আগে বিএনপি নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি-জামাত-শিবিরের জঙ্গি-সন্ত্রাসীগোষ্ঠী আন্দোলনের নামে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি ও সম্পত্তির ওপর নজিরবিহীন ধ্বংসযজ্ঞ ও নাশকতা চালায়। ”

ওই নাশকতার মধ্যে ৫ জানুয়ারির নির্বাচনে আনসার বাহিনী অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করায় এ বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

রেললাইন রক্ষায় আনসারের দুই জন সদস্য নিহত এবং তিন জন  গুরুতর আহত হন।

নির্বাচনী দায়িত্ব পালনের সময়ও একজন নিহত এবং ২০ জন গুরুতর আহত হন।

নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সরকার প্রধান।

আনসার ও ভিডিপির উন্নয়নে  সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা।


খেলাধুলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাফল্যের কথা উল্লেখ করে পর পর চারবার বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন হওয়ায় তাদের অভিনন্দন তিনি।


পরে প্রধানমন্ত্রী আনসার একাডেমিতে অফিসার্স মেস, ট্রেনিং শেড ও সুইমিং পুল উদ্বোধন করেন।



সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার পর প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির সদস্যদের উৎপাদিত পণের দোকান পরিদর্শন করেন।

সবশেষে বাহিনীটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.