ঈদে ফাঁকা নগরীর নিরাপত্তা বিষয়ে জনগণকে সচেতন করতে মাইকিংও হবে বলেও জানিয়েছে নগর পুলিশের কর্মকর্তারা।
বৃহস্পতিবার থেকে নগরীর আবাসিক এলাকাগুলোসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের ছুটিতে নগরীর আবাসিক এলাকাগুলো ফাঁকা থাকায় সে সব জায়গায় চুরি বেশি হয়।
“ঘর-বাড়ির নিরাপত্তার বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে ঈদের আগের দিন নগর পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হবে। ”
নগর পুলিশের হিসেব মতে, চট্টগ্রাম নগরীর সর্বাধিক আবাসিক এলাকা রয়েছে বায়েজিদ থানা এলাকায় ৭৪টি।
এরপর আকবর শাহ থানায় ২৩টি, খুলশী থানায় ২২টি, পাঁচলাইশ থানায় ১৭টি, ডবলমুরিং থানায় ১৫টি, চকবাজার থানা আটটি, পতেঙ্গা, চান্দগাঁও ও পাহাড়তলী এলাকায় সাতটি করে, হালিশহর এলাকায় পাঁচটি, বাকলিয়া, কর্ণফুলী, ইপিজেড ও সদরঘাট এলাকায় চারটি করে, বন্দর থানা এলাকায় তিনটি ও কোতোয়ালি থানা এলাকায় একটি করে সুনির্দিষ্ট আবাসিক এলাকা রয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বিশেষ শাখা) মিজানুর রহমান বলেন, এসব এলাকার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদেরকে স্ব স্ব থানার পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে।
তিনি আরো জানান, বর্তমানে নগরীর বিভিন্ন বিপণি বিতানে মোট ৭০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদের ছুটিতে এ ৭০০ পুলিশের মধ্যে ৪০০ জনকে নগরীর ১৬টি থানায় নিয়মিত পুলিশের সঙ্গে যোগ করা হবে। বাকি ৩০০ জনকে ‘রিজার্ভ ফোর্স’ হিসেবে রাখা হবে।
এছাড়া শহরে গাড়ি নিয়েও পুলিশের টহলও থাকবে বলে মিজানুর জানান।
তিনি বলেন, আবাসিক এলাকার পাশাপাশি ব্যাংক পাড়া ও বাণিজ্যিক এলাকার নিরাপত্তায়ও পুলিশ নিয়োজিত থাকবে।
পুলিশ কর্মকর্তা মিজানুর বলেন, বিভিন্ন দোকান ও শপিং মলে গত দুই মাসের মধ্যে নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা কর্মীদের বৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পর্যটন এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।
নগরীর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে বলে জানান র্যব-৭ এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. নাজমুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদে নগরীর নিরাপত্তায় প্রায় ৬০০ র্যাব সদস্য মোতায়েন থাকবে। পোশাকধারী র্যাব সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের র্যব সদস্যরা টহল দেবে।
র্যাব কর্মকর্তাদের ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানান নাজমুল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।