আমি প্রফেশনাল লাভার নই। বন্ধুরা আমায় এ নামে মাঝে মাঝে ডাকে বটে কিন্তু আমার শুনতে ভালো লাগে না। অবশ্য মাঝে মাঝে বেশ মজা লাগে। ভালোবাসা আমার প্রফেশন নয়, ভালোবাসা আমার আমার হবি। অনেকটা বই পড়ার মত।
একটা বই পড়া শেষ হলে যেমন আর একটা পড়ি তেমনি একটা প্রেমের পর আর একটা প্রেম। ব্যস এইটুকুই। এটা আর এমন কি। আমরই বা কি দোষ। কেউ যদি আমায় ভালোবাসে সেটা তো আর আমার দোষ নয়।
তাকে নিষেধ করারইবা আমার কি অধিকার আছে। ভালোবাসা সবার গনতান্ত্রিক অধিকার। যে যাকে খুশি তাকে ভালোবাসতেই পারে। এব্যপারে আমার দাদার একটা কথা মনে পড়ছে। দাদা বলতেন যে 'দুনিয়া আনন্দময় যার মনে যেমনি লয়'।
দাদা সেকালের মানুষ এমনটা বলতেই পারে। কিন্তু আমি গনতান্ত্রিক নাগরীক আমি বলবো যে তোমার যা খুশি তা করতেই পারো কিন্তু আমার নাকের ডগার বাইরে। ঠিক তেমনি কেউ আমাকে অথবা আমি কাউকে ভালোবাসতেই পারি কিন্তু তার মানে এই নয় যে আমি তাকে বিয়ে করতে হবে। তবে হ্যা হবে যখন আমি তাকে বিয়ে করবো বলে কথা দিবো তখনই হবে। আর সেকার কথা বলছেন ? আমি কাউকে সেকা খাওয়াইনা।
সেকা যদি খেতেই হয় তবে নিজে খেয়ে তার জীবন থেকে সরে যাই। সেকার চেকা আমি প্রিয়তমার গায়ে লাগতে দেই না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।