আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না ! নি:সঙ্গ রাতের হলুদ চাঁদের আলো চোরের মত ঢুকে পড়ে আমাদের খোলা জানালায় খেলা করে টেবিলে রাখা মৃত ডায়রীর পাঁতায়। খোলা জানালা দিয়ে চাঁদের গন্ধ আসে জানালা বন্ধ করে দিই বিষাহতে পরিত্রাণ খুজে ফিরি মায়া এবং বিভ্রমসাতারে! আমাদের এলকোহলিক রাতের দৃশ্যকল্পে কয়েকটা বাজপাখি ডানা মেলে বেড়াঁয় উড়ে-পুড়ে যাওয়া অবচেতন মনের গুপ্তকামরায়। হাতের আঙ্গুলে ভেঙ্গে পড়ে নৈঃশব্দ্যের জাহাজ কারা নিয়ে যায় সমুদ্রপাখিদের চোখে ক্লান্তঘুম ? সমুদ্রপাখি এবং নৈঃশব্দ্যের যুগলবন্ধী নৃত্য। ডায়রীর পেটে ঘুমিয়ে থাকে অতীত থেমে থাকা পেন্সিলের গ্রাফাইট শীষের ভাজে ভাজে ঝিম ঝিম অনুভুতির ব্যর্থমিছিল ! দৃশ্যত; মৃত্যুর দিকে হেঁটে যাই ক্লান্ত পেনসিলের আর্তনাদে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।