"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার আজকে যার কথা লিখছি তার কথা বলার আগে তার ইচড়ে পাকামোর একটা উদাহরণ দিই। কিছুদিন আগে সে তার একটা স্বপ্নের খুব সুন্দর বর্ণনা দিয়ে একটা পোস্ট দিয়েছে। আমি প্রশংসা করে বললাম যে, ভালই স্বপ্ন দেখলা আর দেখালা। সে বলে, কারে আবার স্বপ্ন দেখালাম??
কি কথার কি উত্তর!
যেহেতু তার এসব পাকনামোর কথা বহু আগে থেকেই জানি। তাই আমি বললাম স্বপ্ন দেখে সেটার বর্ননা এমনভাবে দিলা যেন আমরাও দেখে ফেললাম।
আর উনি কি বুঝলো! ইচড়ে পাকা আর কারে বলে!
তখন সে বলল, আমি তো ভাবলাম কেডারেই না স্বপ্ন দেখাইতাছি আমি ....হ ! নতুন সপ্ন দেখার অপেকক্ষাতে আছি দেখা মাত্রই পুষ্ট লিখুম
এই হল জোনাকি র অবস্থা! তার একটা পোস্ট ছিল বয়স জানলে সম্যসা কি?
যেখানে সে নিজের বয়স একবছর বাড়িয়ে বলেছিল। এই পোস্টটা বেশ বিনোদনমূলকও ছিল বটে!
তার আরো একটা পাকনামো পোস্ট আসেন একটু ইটোস-পিটিসের হিসাব-নিকাস করি!!
ব্লগের বান্দর গ্রুপের সেও একজন অন্যতম সদস্য ছিল। এক সময়ের জনপ্রিয় ব্লগার নূড়া ভাইকে কত টিজ করেছে সে!
জোনাকির স্বভাব ছিল যে পোস্টে যে দল ভারী সেই দলে ভিড়ে যাওয়া। সেই সময় সবাই আমার পিছনে সারাক্ষণ লেগে থাকতো। জোনাকিও ওই দলের লোক ছিল।
ওরা আমাকে একটা নাম দিয়েছিল যেটা আমি বলবো না! আমি তাকে বেশ বাকা চোখেই দেখতাম সে আমলে। মনে মনে বলতাম, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে! একসময় সে চলেই গেল, ব্যক্তিগত কোন কারণে সে উদাস হয়ে ব্লগ ছেড়ে দিল। তখন আবার তাকে মিস করা শুরু করলাম। বহুদিন পর একদিন সে ফোন করেছিল। তাকে যথেষ্ট সুশীল মনে হয়েছে সেদিন।
খালি ব্লগে আসলেই তার মাথা কেন যে খারাপ হয়ে যায় কে জানে!
তাকে আবার ব্লগে দেখে বেশ ভাল লাগছে। ব্লগে থাকুক বা না থাকুক এই পিচ্চিটা ভাল থাকুক সবসময় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।