"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার কোন পোস্ট ভাল লাগলে মনোহর পোস্ট বলে চলে যাওয়া ছিল পিচ্চি র স্বভাব। প্রোফাইলের কিউট পিচ্চির ছবিটার কারণেই হোক বা তেমন ঝামেলা না করার জন্যই হোক সবাই পিচ্চিকে বেশ পছন্দ করতো। পিচ্চিকে পিচ্চি ভেবে ব্লগার পুসকি তার সাথে ফ্রেন্ডশীপ করে। ২টা পিচ্চির আল্লাদী দেখতে বেশ ভালই লাগতো।
এরই মাঝে পিচ্চি ব্লগের চাচ্চুদের কাছে একদিন প্রশ্ন করে বসলো,
১।
সুশীল মানে কি?
২। ছাগু মানে কি?
৩। ধইন্যা পাতা মানে কি?
৪। কাঠাল পাতা মানে কি?
৪। চারকোনা হাঁসি মানে কি?
৫।
ত্রিভুজ আঙ্কেলকে সবাই ছাগু বলে কেন?
৬। মোরশেদ আঙ্কলে সবাই সুশীল বলে কেন?
তখনই কিছু চাচ্চু সন্দেহ শুরু করলো, পিচ্চি আসলে পিচ্চি না। এর কদিন পরেই পিচ্চির ধামাকা পোস্ট এল হাসিব ভাইয়া কি পছন্দ করে কেউ কইতে পারলে ১০ ট্যাকা দিমু।
এরপর আর কারো বুঝতে বাকি থাকলো না পিচ্চি আসলে কারো ছদ্ম নিক। অনেকেই অনেকের উপর আঙ্গুল তুলেছিল।
এটা অমুকের নিক তমুকের নিক সেসব নাম না বলি! তবে পিচ্চি আসলে পিচ্চি না এই খবরে সবচেয়ে কষ্ট পেয়েছিল পুসকি! সে ওই পোস্টে কমেন্ট করেছিল
পুসকি বলেছেন: পিচ্চি!!!!!!!!!!!!!!!!!
টুমি তো দেখি অনেক বড়........
কষ্ট পাইলাম
মাঝে পিচ্চি কিছুদিন ব্লগে এসেছিল এই বছরে তবে আগের মত তামাশা দেখাতে পারে নি। এমনই হয় পুরানো ব্লগাররা যে তামাশা আগে দেখেছে সেটার লোভে বারবার ফিরে আসে কিন্তু সেইদিন আর ফিরে আসে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।