আমাদের কথা খুঁজে নিন

   

সামুব্লগে আমার প্রিয়ব্লগারেরা-৫

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার তাহার কথা স্মরণ করিতে যাই যতবার মনে পড়িয়া যায় সেই ২৩০০বছর আগের কথা, যখন এই ধরণীতে পদার্পন করিয়াছিল মুনী চাণখ্য! এই ব্লগেও একদা বাস করিতো চাণক্য নামের একজন মুনী। যাহার একটি কথা আজও যেন ব্লগের পাতায় পাতায় ভাসিয়া বেড়াইতে দেখি, ওহে নির্বোধ বালিকা! আমাকে নির্বোধ বালিকা বলিয়া ডাকিতেই উনি ভালবাসিতেন। প্রথম প্রথম এই বিষয়ে বড়ই মনকষ্টে থাকিতাম। কি এমন অপরাধ করিয়াছিলাম জানি না, উনি প্রথম থেকেই আমাকে নির্বোধ বালিকা প্রমাণের প্রাণপন চেষ্টা করিতেছিলেন। একদা ব্লগের একখানা ক্যাচালে এটিমের সহিত আমাদের মতন আমজনতা ব্লগারেরা ক্যাচাল করিতেছিলাম।

চাণক্য মুনী বলিয়াছিলেন আমারএটিম ঘেষা মিত্রদের সহিত সদ্ভাব থাকায় এ যাত্রায় বাচিয়া গেলাম। নয়তো এটিম আমাকে উত্তম মধ্যম দিয়া ছাড়িতো! একদা একখানা পোস্ট দিয়াছিলাম নারীদের বিষয়ে আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করিয়া। উহা ছিল একখানা নিছক বিনোদন মাত্র! কিন্তু চাণক্য মুনী আমাকে বলিলেন, আমি উহা কোন এক নারী ব্লগারকে উদ্দেশ্য করিয়া লিখিয়াছি। উল্লেখ্য উক্ত নারী ব্লগারের সহিত আমার তখন উক্ত বিষয়ে কথা হইয়াছিল এবং তাহাকে বলিয়াছিলাম উহা তাহার কথা ভাবিয়া লিখি নাই। উক্ত নারী ব্লগার বিষয়টিকে সহজভাবে ল্ইলেও চাণক্য মুনী সহজভাবে লইতে পারে নাই, উনি এরপর হইতে আমার প্রতিটি পোস্টে আসিয়া বিয়োগ চিহ্ন প্রদান শুরু করিলেো।

মাঝে মাঝে ২/১টা পোস্টে যদি উনি বিয়োগ চিহ্ন প্রদান করিতে ভুলিয়া যাইতো , বিলম্বে আসিয়া সুদে আসলে সমস্ত হিসাব মিলাইয়া যাইতেন। একদা উনি একখানা বিনোদনমূলক লেখায় ক্যাচাল করিবার সুযোগ পাইয়াছে ভাবিয়া আমাকে কটু কথা শোনাইতে আসিয়া কিছুক্ষণ পরে লেজ সামলাইতে উনি পলায়ন করিয়াছিলেন। মনের দুঃখে একখানা পত্র সাথে একখানা চলমান দৃশ্যচিত্রও দিয়াছিলাম। উহাই ছিল সামুব্লগে আমার একমাত্র চলমিন দৃশ্রচিত্র পোস্ট কিন্তু চাণক্য মুনী আর এ নির্বোধ বালিকার পোস্টে আর আসে নাই একবার মুখ ফিরাইয়াও তাকায় নি। উনার নিকখানাও খুজিয়া পাইতেছি না।

কোথায় হারাইয়া গেল আমার একজন অতিশ্রদ্ধাভাজন ব্লগার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।