"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার অনেকের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে আমার কি কোন প্রিয় নারী ব্লগার নেই! নাকি আমি তাদের উপর জেলাস তাই তাদের নিয়ে লিখি না কখনো! শত্রুদের মুখ সেলাই করতে তাই আজকে আমি আমার প্রিয় একজন নারী ব্লগারকে নিয়ে লিখছি।
একটা পোস্ট দিয়ে নজর কাড়ার রেকর্ড খুব কম ব্লগারের আছে। প্রথম পোস্টে সুন্দর মুখশ্রীর জন্য হিট খান তিনি। ‘এখনই বিয়ে নয়’ এই শিরোনামের পোস্টটি দিয়ে উনাকে আর পিছনে ফিরে তাকাতে হয় নি। হুমড়ি খেয়ে পড়লো পুরুষ ব্লগারেরা! বয়সে অনেক পিছনে থাকলেও এই ব্লগারের ক্ষেত্রে পিছনে থাকতে চায়নি ১২/১৩ বছরের মুন্নাও! নিজের মেইল আইডি দিয়ে আসলো অনেকের মত শান্তা২৯ এর ব্লগে।
সেই সময় গন্ডার নামে একজন ব্লগার ছিল যিনি আমার আরেকজন প্রিয় ব্লগার। গন্ডার শান্তাকে বারবার জিজ্ঞেস করা শুরু করলো, প্রোফাইলের ছবিটা কার?
শান্তা কথাটা এড়িয়ে যাওয়া শুরু করলো। কিন্তু ঘাউরা গন্ডার বের করেই দেখালো ওটা ভারতের দক্ষিণের নায়িকা আনুশকার ছবি! কত যুবকের হৃদয় গন্ডার ভেঙ্গেছিল সেই প্রসংগে না যাই!
এরপর থেকে শান্তা আপা তার ব্লগে ঝুলালো
আমি শান্তা। আমি ভাল। ব্যাস... এতটুকুই আপাততঃ--
বাস্তবে আনুস্কা আমার প্রিয় নায়িকা--
শান্তা আপার এক একটি পোস্ট সামুর জন্য এক একটা সম্পদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।