যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা। আমি জানিনা বাংলাদেশে কতজন DnB(Drum n bass) ফ্যান আছে। অনেকে হয়তো মিউজিকের এই অতি আধুনিক জেনারটিকে ভালভাবে গ্রহণ ও করেন নি। কিন্তু মিউজিক বলতে আমি এখন যা বুঝি, সেটা DnBই।
যারা মিউজিক পছন্দ করেন, তার শুনে দেখতে পারেন কম্পোজিশনগুলি।
১.Essay and Coma- deceptive
ট্র্যাকটির বয়স বেশি না। খুব বেশি হলে ৭ দিন হবে। তবে বিগত ২-৩ বছরে এতো সুন্দর কম্পোজিশন আমি খুব কমই শুনেছি।
২.Essay and Coma এর পরেই আসবো Trentemoller-Miss You এর একটি ভার্সনে।
এটাও আমার অনেক প্রিয়।
Trentemoller-Miss You(Cubism Remix)
৩.Relay & Front - Your Smile
মন ভালো করা একটি DnB হল Your Smile.
৪.Ghosts Of Paraguay - In Your Eyes
Ghosts Of Paraguay এর একটি চমৎকার ট্র্যাক In Your Eyes
এবার কিছু বেস এর কারুকাজ-
যাদের সাউন্ড সিস্টেম অনেক বেশি ভালো, তারা হয়তো পরিপূর্ণ ভাবে অনুভব করতে পারবেন এই ট্র্যাকটির আসল সৌন্দর্য! -
৫.Titan - Triste
৬.Volor Flex - Unfeeling
ব্যান্ডটির বয়স বেশি হলে ২ মাস। তবু এরই মাঝে ব্যান্ডটি আমার সবচেয়ে প্রিয় হয়ে গেছে!! এটার বেস ও চমৎকার!! নেশা ধরানো!!!
৭.Mario M - Let Me Out
এটা সম্পর্কে আসলে কিছু বলা ঠিক হবেনা। no word can describe this!!!
পোস্ট আপাতত এখানেই শেষ। DnB জগতে আপনাকে স্বাগতম।
ভালো লাগলে সাথে থাকুন।
ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।