ফেসবুকে এটা ওটা দেখতে দেখতে নিচের লেখাটা পেলাম। ব্যক্তিগতভাবে এসব বিষয় নিয়ে লেখা আমি পছন্দ করিনা। কুরুচিপুর্ন বিষয়। কিন্তু লেখাটা পড়ার পর মনে হোল কিছু শিক্ষনীয় বিষয় এতে আছে।
আমি এটাও জানিনা যে এই লেখাটার অংশবিশেষ হুবহু এখানে তুলে দেয়া আইনসম্মত কিনা।
যদি এটা অপরাধ হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। কোন মন্তব্য করলে আমি তার উপর কিছু লিখবো না।
লেখাটা ইংরেজিতে, আমি বাংলায় অংশবিশেষ লিখলাম।
: প্রবাসী এক বাংলাদেশি ছেলে তার মাকে চিঠি লিখেছে-
মা,
আমার এইডস হয়েছে, তাই দেশে ফিরে আসছি।
মা কিছুদিন পর চিঠির জবাব দিল-
বাবা
তুই দেশে আসিস না।
তুই দেশে আসলে এইডস আমাদের কাজের বুয়ার হবে, আর কাজের বুয়ার হলে তোর বাবার হবে, তোর বাবার হলে আমার হবে, আমার হলে তোর চাচার হবে, তোর চাচার হলে তোর চাচিরও হবে, আর তোর চাচির হলে তো পুরা গ্রামবাসীর হবে। থাক বাবা, আসিস না। ওখানেই মর।
ইতি
তোর মা:
---- নিচে আরও কিছু খো আছে। সেগুলো লিখলাম না।
-------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।