বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আগবিক্রমহাটিতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন, কালিহাতি উপজেলার পাঠন গ্রামের জোয়াহের আলীর ছেলে দেওয়ান আলী (৪৫), বিলনরি গ্রামের জাবেদ আলীর ছেলে নাজিম উদ্দিন (৪২) ও নজরুল ইসলাম (৫০), একই গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০) এবং ভবানিপুর গ্রামের হাসেমের ছেলে শহীদুল ইসলাম কালু (৪১)।
তারা সবাই কাপড় ব্যবসায়ী।
মহাসড়ক পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, কয়েকজন কাপড় ব্যবসায়ী খোলা পিকআপের পেছনে বসে এলেঙ্গা থেকে কাপড় নিয়ে করটিয়া হাটে যাচ্ছিলেন।
আগবিক্রমহাটি এলাকায় পিকআপ চালক হঠাৎ জোরে ব্রেক চাপলে পাঁচজন ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পিকআপসহ চালককে আটক করেছে পুলিশ। তবে ট্রাক ও তার চালককে ধরা যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশগুলো জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।