টাঙ্গাইল-৫ (সদর) ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের চারটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এতে ভোটকেন্দ্রগুলোর দরজা পুড়ে গেছে। তবে কেন্দ্রের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম ও স্থানীয় বাসিন্দারা জানায়, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ঢেলি করটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও এইচএম ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দুটি কক্ষের দরজায় দুবৃর্ত্তরা আগুন লাগায়।
পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের গোপালপুর উপজেলা মাহমুদপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ও ভাদুরীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষের দরজায় আগুন লাগায় দুবৃর্ত্তরা। এতে একটি দরজা পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।