টাঙ্গাইলে হরতাল বিরোধী ও হরতালকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মীসহ ১৩ আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সকালে হরতালকারীরা শহরের ভিক্টোরিয়া রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। এ সময় জেলা ছাত্রলীগ ও শ্রমিকলীগের একটি হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে বিএনপির অফিসের সামনে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়।
এ সময় হরতাল বিরোধীরা হরতালকারীদের কুপিয়ে ও গুলি করে মারাত্বক আহত করে। এতে শহর বিএনপির সাধারণ সম্পাদক মির্জা রনি আহমেদ রিংকু সহ ১০ জন আহত হয়।
আহতরা হলেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, ছাত্রদল কর্মী শাওন, আলামিন ইসলাম রজিব, মুশফিকুর রহমান, রাজিব হোসেন, মেহেদী হাসান রিজন, আশিক, সেচ্ছাসেবক দলের শহর সভাপতি নাহিদুল ইসলাম রুবেল ও রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এদের মধ্যে গুলিবদ্ধি শাওনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা অভিযোগ করে বলেছেন, হরতাল বিরোধী মিছিল নিয়ে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগের ৩জন কর্মী আহত হয়েছে।
জেলা বিএনপির সাধারন সম্পাদক সামছুল আলম তোফা বলেছেন, আহত ছাত্রদল কর্মী শাওনের দুই পায়ে গুলি করা হয়েছে। পরে জেলা বিএনপির উদ্যোগে শহরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।