Hope is immortal
টাঙ্গাইল, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- টাঙ্গাইলের একটি কেন্দ্রে ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল দেওয়ার সময় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাসহ আট জনকে আটক করেছে পুলিশ।
ভুয়াপুরের ফলদা রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে রোববার রাতে আটক প্রিজাইডিং কর্মকর্তার নাম শফিউল আলম। তিনি এলাকার নলছিয়া মমতাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাকসুদুর রহমান পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রে ব্যালট পেপারের বিপরীত পৃষ্ঠায় 'অফিসিয়াল সিল' দেওয়ার সময় স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে।
অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, আওয়ামী লীগ অভিযোগ করেছে, ব্যালট পেপারে 'ধানের শীষ' প্রতীকে সিল মারা অবস্থায় স্থানীয় প্রশাসন ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
দলের নির্বাচন পরিচালনা কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।
এর আগে শনিবারই আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কর্মকর্তা এইচ টি ইমাম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, বিএনপি সমর্থক একটি পত্রিকার মালিক, সাবেক দুই পুলিশ কর্মকর্তা ও বিজি প্রেসে কর্মরত জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের একান্ত সচিব মিলে গত একমাস ধরে ১শ' জনকে জাল ব্যালট তৈরি ও তা বাক্সে ভরার প্রশিক্ষণ দিচ্ছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।