বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রায়ের প্রতিবাদে ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন আজ টাঙ্গাইলে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। ভোরে ১০/১২ জন পিকেটার শহরের রাবনা বাইপাসে পিকেটিং শুরু করলে সেখান থেকে নাসির উদ্দিন নামে এক জামায়াত কর্মীকে পুলিশ আটক করে। এ সময় অন্যান্য কর্মীরা পালিয়ে যায়।
এছাড়া শহরের কোথাও হরতাল সমর্থনকারীদের দেখা যায়নি। দোকানপাট ও সকারকারী, আধাসরকারী অফিস আদালত খোলা রয়েছে। বেবি ট্যাম্পু ও রিকশা ভ্যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার কোনো যানবাহন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।
যে কোনো নাশকতা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।