আমাদের কথা খুঁজে নিন

   

ভীমরতি হয়েছে পেলের!!!!!! ---- ম্যারাডোনা

আমি একটা পাগোল ভুত দেখা যাক, ডিয়েগো ম্যারাডোনা এখন কী বলেন—লিওনেল মেসিকে নিয়ে পেলে প্রশ্ন তোলার পর এটাই ছিল কৌতূহল। সাধারণত পেলের উদ্দেশে কোনো পাল্টা জবাব মেসি দেন না। দেওয়ার প্রয়োজনও পড়ে না। তার আগেই ম্যারাডোনা স্বভাবসুলভ ঝাঁজালো ভাষায় পেলেকে আক্রমণ করে বসেন। এবারও তা-ই হলো।

তবে ম্যারাডোনা এবার প্রথমেই জানিয়ে দিলেন, পেলের কথায় তিনি মন খারাপ করেননি। এটা শুনে চমকে যাওয়ারই কথা! তবে কি পেলের দিকে আর তির ছুড়বেন না? অলিখিত যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর হলো কবে! একটু পরই ভুল ভাঙল। যখন ম্যারাডোনা জানালেন, পেলের কথায় মন খারাপ করার কিছু নেই। কারণ, পেলের বয়স হয়েছে। এ রকম বয়সে লোকে নাকি উল্টাপাল্টাই বকে! ‘এ ধরনের মন্তব্য সম্ভবত বুড়ো বয়সের কারণেই করা হচ্ছে’—৭১ বছর বয়সী পেলে সম্পর্কে এটাই হলো ম্যারাডোনার সর্বসাম্প্রতিক রায়।

এটুকু বলেই ক্ষান্ত দেওয়ার লোক ম্যারাডোনা নন। ফলে যোগ করলেন আরও কিছু। প্রশ্ন তুললেন পেলের জীবিকা নির্বাহ নিয়েও, ‘এই লোকটাকে দোষ দিয়ে লাভ নেই। ২০ বছর ধরে তাঁকে কিছুই করতে দেখলাম না। এমনকি কোনো দিন তাঁকে সুপার মার্কেটে কিছু কিনতেও দেখলাম না।

জানি না, তিনি আসলে কী করেন। ’ পেলে কী করেন তার একটা সম্ভাব্য উত্তর দিয়েছেন ম্যারাডোনা নিজেই, ‘সাধারণত এখন তাঁকে দেখা যায় কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিফা সভাপতির পাশে দাঁড়িয়ে থাকছেন। দেখে মনে হয় যেন একটা পুতুল, কেউ রিমোট কন্ট্রোল দিয়ে তাকে নড়াচড়া করাচ্ছে। তাই তাঁর এমন মন্তব্য আমার কাছে বিস্ময়কর লাগেনি। ’ এদিকে শোনা যাচ্ছে, আল ওয়াসলে আসার আগেই নাকি ম্যারাডোনার মধ্যে দেখা যায় ব্রাজিল-বিদ্বেষ।

তাঁর কারণেই নাকি অ্যালেক্স পেরেজ, আলেক্সান্দ্রে অলিভিয়েরার মতো ব্রাজিলিয়ান খেলোয়াড়দের ছাঁটাই করেছে ওয়াসল। পেরেজ নিজেই এমন দাবি করেছেন। ক্ষুব্ধ ম্যারাডোনার জবাব, ‘ওর সঙ্গে আমার কোনো দিন দেখাই হয়নি। আমাকে জানানো হয়েছিল, ও ক্লাব ছাড়তে চায়। কাউকে ছাঁটাই করার স্বাধীনতা ক্লাব আমাকে দেয়নি।

আল ওয়াসলের ম্যানেজমেন্টই এসব ব্যাপারে সিদ্ধান্ত নেয়। ’ পেরেজের কথায় ভীষণ চটে ম্যারাডোনা এমন হুমকিও দিলেন, ‘ওই ছেলেটার সঙ্গে এরপর দেখা হলে আমি ওর মুখে মারব একটা ঘুষি। ’ ওয়াসলের যুবদলের জন্য একজন ব্রাজিলিয়ান ট্রেনারকে নিজেই নিয়ে এসেছেন মন্তব্য করে ম্যারাডোনা বলছেন, ‘আমি কারও জন্য চাকরি খুঁজে এনে দিই, লোকদের বেকার বানাই না। ’ ওয়েবসাইট। উৎসঃ প্রথম আলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.