গাঁজার নৌকা ডাঙ্গায়ও চলে। এ উক্তিটি প্রখ্যাত সাংবাবিক ও কলামিস্ট মরহুম জহুরী তাঁর ১টি গ্রন্থে প্রকাশ করেছিলেন। তবে অনেকদিন আগের পড়া, এখন বইটি নাম মনে নেই। যাহোক,তিনি কি প্রসঙ্গে এমন মন্তব্য করেছিলেন তখন তা ভাবার মত মন-মানসিকতাও ছিলনা। কিন্তু এখন সেই নৌকো আর ডাঙ্গায় চলে না।
বরং তা "ডাঙ্গাডুবি" হচ্ছে। এতে সংশ্লিষ্ট নৌকোর যাত্রীদের যে কি অবস্থা হচ্ছে তা ভেবে দেখেছেন কি??? প্রসঙ্গ ক্রমে না বলে পারচ্ছি না। ডাঙ্গা ডুবির ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ এর জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে। এখানে ২টি প্যানেল নির্বাচনে অংশ গ্রহন করে। একটিতে বাকশিস নেতা সাইদুর রহমান এর নেতৃত্বে "সাইদুর রহমান-আনোয়ার পরিষদ" অপরটিতে মোঃ মোশারফ হোসেন এর নেতৃত্বে "মোসারফ-হাসান পরিষদ" প্রতিদ্বন্দ্বীতা করে।
এতে ৩১ টি পদের মধ্যে সাধারণ সম্পাদক ছাড়া ৩০টি পদেই সদলবলে পরাজিত হয়েছেণ বাকশিস নেতা সাইদুর রহমান। আর ৩০টি পদেই বিজয়ের মাল্য পরেছেন মোশারফরা। আম-জনতার প্রশ্ন এ থেকেই কি ডাঙ্গায় নৌকো ডুবি শুরু হ'ল? উল্লেখ্য, মিঃ সাইদুর রহমানের চাকুরী আছে প্রায় ১০/১১ মাস। আর তিনি কি করে তিন বছর মেয়াদী কমিটির পূণরায় সভাপতি হবার স্বপ্ন দেখেন ?? ভীমরতি! আশা না পুরিলো, সাধ না মিটিল..................!!!!!!!!!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।