আমাদের কথা খুঁজে নিন

   

ভীমরতি

ভালো আছি

কেন জানিনা বেশ কয়েকদিন যাবৎ আমার খুব বিয়ে করতে ইচ্ছা করছে। খোলামেলা ভাবেই বলছি আমার এখনও বিয়ের বয়স হয়নি। এটা অবশ্য আমার কথা না মায়ের কথা। আর আমার কথা হলো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে যা করার তাড়াতাড়ি করতে হবে। সমস- লজ্জা বির্সজন দিয়ে র্নিলজ্জের মতো সেদিন মায়ের কাছে গিয়ে বলেই বসলাম তোমার একটা মেয়ে হলে বোধহয় ভাল হতো।

কিন' র্দুভাগ্য আম্মা কিছু বুঝল কিনা তা বোঝা গেল না। আসলে আমার কোন বোন নেই তো। থাকলে বোনের বান্ধবীদের মধ্যে থেকে একজনকে পছন্দ করে বলতাম আমাকে এর সাথে বিয়ে দিয়ে দাও,মেয়ে খোঁজার ঝামেলার দরকার নেই। আজকাল নাকি বিয়ের সময় মেয়ে পাওয়া যাচ্ছে না তাই যা করার তা আগেই করতে হবে। এরকম একটা মনোভাব নিয়ে সেদিন এক র্গালস স্কুলের সামনে গিয়ে দাড়ালাম।

উদ্দেশ্য এখান থেকে কাউকে পছন্দ করব। কিন' বিধি বাম একজনকেও সিঙ্গেল পেলাম না। বরং আমার এক বন্ধুর বাবা দেখে বাসায় গিয়ে বন্ধুকে বলল কিরে টনিকে আজকে দেখলাম র্গালস স্কুলের সামনে দাড়িয়ে আছে তা তুইও কি ছিলি নাকি ওখানে। বন্ধুতো বেজায় ক্ষেপে গিয়ে আমার সাথে পুরো এক বেলা কথা বলেনি। বিয়ের ভুত আমার মাথায় কি করে আসল আমি তা বলতে পারব না।

অনেক বন্ধুরা্‌ই বলেছে বিয়ের চিন-া মাথা থেকে দুর করে আর সবার মতো চুটিয়ে প্রেম কর ও জীবনকে উপভোগ কর। আর কিছু না পারিস অন-ত মোবাইল প্রেম কর। আজকাল মোবাইলে প্রেম করার জন্য নাকি মোবাইল কোম্পানীগুলো বিশেষ সুবিধা দিচ্ছে। আর কিছু না পাস সুবিধা গুলোতো পাবি। কিন' এখানেও বিপত্তি মোবাইলে আমি বেশিক্ষন কথা বলতে পারি না পাাঁচ-দশ মিনিট পরে বলার মত আর কোন কথা খুঁজে পাই না।

আমার জীবনে বহুত প্রেম করেছি কোন প্রেমই এক থেকে দেড় মাসের বেশি টেকেনি। সাবারই এক কথা আমার ভেতরে কোন রসবোধ নেই বড়ই কাঠখোট্টা নাকি আমি। সবই কেমন স্ট্রেট ভাবে বলি। প্রেমের ক্ষেত্রে স্ট্রেট হলে চলে না । যাইহোক সেসব ঘটনা আর একদিন বলব।

ওদের বললাম বিয়ের আগে প্রেম না করে, বিয়ে করে প্রেম করলে কেমন হয় । সবাই মুখ ভেংচাল। বলুন তো পাঠক আপনারা আমার এ ভীমরতি কি ভাবে ছাড়ায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.