আমাদের কথা খুঁজে নিন

   

ভীমরতি ........... শেষ বয়সী বুড়োর কচি মনের আর্তি

আমিও শিশুর মতো/ তারই মতো মেনে নিতে পারি, যতো ব্যাথা না পাবার,/ ততো কাঁদি, ততো ঠুঁকি মাথা,/ যতো ক্ষতে বয়ে চলে- এ জীবনধারা। এই হৃদয়ের চেয়ে বড় বেঈমান আর কে আছে? বহুবার বলেছি, শোনেনি ধর্মের কাহিনী এতোবার পায়ে ধরেছি তবু.......। ভদ্রতার ধার ধারেনি; উপদেশের বানী- নেয়নি কো কানে; অন্ধের মতো দেখেও দেখেনি। এতোদিন দেবতার মতো পূজেছি যাকে, করেছি সেবা, এই হৃদয়ের চেয়ে বড় বেঈমান আর আছে কেবা? মানুষ দেখে শেখে, ঠেকে শেখে শেখার কোন বয়স নেই, তবু এতোদিনে- শেখার বয়স পার করে বার্ধক্যে এসে পৌছেছি, মৃতা স্ত্রীর স্মৃতিগুলো একরকম ভুলেই গেছি। তার সাথেই কবর চাপা বুড়ো এক স্বামী, নিজ সংসারে ছেলে মেয়েরা, একা মানুষ আমি। নাতীর মুখে দাদা ডাক, হঠাৎ পাওয়া মধুর চাক। পাশের বাসার সদ্য পাকা অষ্টাদশী, মেঘের ডালা সরিয়ে দেয় নগ্ন শশী। মাতাল করে- বুড়ো মনে- লাগায় দোলা- প্রেমে পড়ে, জীবন নদে জোয়ার আসে, হারিয়ে ফেলি খেই, আমি বলি, হৃদয়ের চেয়ে বড় বেশরম নেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.