আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !!
গত বৃহস্পতিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাংচুরের পর গতকাল রবিবার ক্যাম্পাসে কোন ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ভাংচুরের পর শুক্রবার বিশ্ববিদ্যালয়ে জরুরী সিন্ডিকেট মিটিং বসে। সিন্ডিকেট সদস্য চিফ হুইপ আব্দুস শহীদ চেীধুরী, শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শহীদ উল্লাহ তালুকদার সহ আলোচনা হয়। গোপন সূত্রে জানা গেছে-সেখানে ভাংচুর করা শিক্ষার্থীদের মধ্যে অনেকেরই বহিস্কার সহ বিভিন্ন প্রকার শাস্তির বিধান রাখা হয়েছিল।
রবিবার ছিল নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির তারিখ।
সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ ভাবে অবস্থান নেয়। বেলা এগারটার দিকে তারা একত্রিত হয়ে একটি মৌন মিছিল করে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা “নির্যাতন বিরোধী ছাত্র সমাজ” ব্যানারে আন্দোলনে যোগ দেয়। মৌনমিছিল শেষে তারা ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের সামনে অবস্থান নেয় এবং সংক্ষিপ্ত সমাবেশ করে। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি আফরাদুল ইসলাম বলেন-“ভাংচুরের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা।
ছাত্রলীগ এর সাথে জড়িত নয়। ” তবে তিনি আন্দোলনে ছাত্রলীগের সম্পৃক্ততার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন-“আন্দোলনে আমাদের সম্মতি রয়েছে” তিনি প্রশাসনের কাছে ছাত্রবান্ধব নিয়ম এবং ফেল করা শিক্ষার্থীদের ফল পূর্নমূল্যায়নের দাবী জানান ।
আন্দোলন সম্পর্কে পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ডা: জামাল উদ্দিন ভ’ঞা বলেন-“তারা আমাদের সাথে যে অশালীন আচরন করেছে, শিক্ষক হিসেবে অনেক লজ্জা লাগছে। অনেক শিক্ষকদের মৃত্যুর হুমকিও দেয়া হয়েছে। কয়েকজন বিপথগামী ছাত্রের প্ররোচনায় সাধারণ শিক্ষার্থীদের না বুঝে আন্দোলনে নেমেছ।
” বহিস্কারের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন-“দায়ীদের বিরূদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ”
এদিকে সন্ধাবেলা ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার গুজব উঠে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ কেউ মুখ খুলতে রাজী হননি। খোজ নিয়ে জানা যায় সারাদিন কোন ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। উল্লেখ্য গত বৃহস্পতিবার ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের লেভেল-০২, সেমিস্টার-০২ এর ফাইনাল পরীক্ষার ফল বেরূলে ১০ জন শিক্ষার্থীর ইয়ার লস এবং ৪৭ জন শিক্ষার্থী কোন না কোন বিষয়ে ফেল করে।
ফল বিপর্যয়ের পর ভবন ভাংচুর ও শিক্ষকদের সাথে অশালীন আচরনের ঘটনা ঘটে।
পরীক্ষার ফল বিপর্যয়ের প্রতিবাদে ক্যাম্পাসে ভাংচুর !! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।