আমাদের কথা খুঁজে নিন

   

সীমান্তে যা কিছু ঘটছে তা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয় কারণ এখন রাষ্ট্র যারা চালাচ্ছে তাদের কাছে সীমান্তটাই বড় সমস্যা । কী নিয়ে চিন্তা করে রাষ্ট্র??

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সীমান্তে যা কিছু ঘটছে তা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়। সব কাজ ফেলে রেখে শুধু এদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে বলেও সরকার মনে করে না। আজ শনিবার নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা বলেন। (সুত্রঃ প্রথম আলো, ২২ জানুয়ারি, ২০১২) Click This Link এটা নিয়ে উনাদের চিন্তা করার কিছু নেই।

কারন মাথা থাকলে যেমন মাথা ব্যাথা হবে, সীমান্ত থাকলে এরকম ঘটনা ঘটবেই। সুতরাং সীমান্তটা উঠিয়ে দিতে পারলেই ভাল তখন তো আর এসব ঘটনা হবে না। কখনো শুনেছেন ভারতের দুই প্রদেশের সিমান্তে এ ধরনের ঘটনা ঘটেছে? সুতরাং রাষ্ট্রের উচিত হবে সীমান্ত উঠিয়ে দেবার জন্য ব্যাস্ত হওয়া। বাংলাদেশ কে ভারতের রাজ্য বানিয়ে দেন, দেখবেন সব সমস্যা সমাধান হয়ে যাবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, সাহস করে সত্য কথাটা বলে ফেলার জন্য।

কারন আপনারা কোথা থেকে কিভাবে নিয়ন্ত্রিত হন, তা বুঝা গেল। আপনাদের মত দেশ প্রেমিক সরকার পেয়ে আমরা গর্বিত। ভবিষ্যতে ইতিহাসের পাতায় আপনাদের অবদান সোনার হরফে লিখা থাকবে, যেমন আমরা এখন স্মরণ করি মীরজাফর কে। হযরত ওমর (রাঃ) ব্যস্ত হতেন, কাদতেন এই ভয়ে যে দজলার তীরে যদি একটি গাধাও না খেয়ে মারা যায়, তবে রাষ্ট্র প্রধান হিসাবে আমাকে আল্লাহর কাছে জবাবদিহী করতে হবে। আর এখন গণতন্ত্রের নামে, জনগণের কথা বলে মুখে ফেনা তুলে ফেলি অথচ এত বড় অনাচার প্রতিরোধে নাকি রাষ্ট্রের কিছু করার নাই।

হায় কত দক্ষ আর দেশ প্রেমিক আমাদের নেতৃত্ব!! সীমান্তে রাষ্ট্রের নাগরিক মারা যাচ্ছে, বিজিবি সদস্যকে পর্যন্ত বিএসএফ ধরে নিয়ে যাচ্ছে, এসব নিয়ে যদি রাষ্ট্রের ব্যাস্ত হবার সময় না থাকে, তবে রাষ্ট্রের দ্বায়িত্ব কি? রাষ্ট্রের চিন্তা কি নিয়ে? দুর্ণীতির দায়ে পদ্মা সেতু আটকে গেছে, এটা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ পড়ে যাচ্ছে, এটা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে মানুষ, এটা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয় রাস্তা ঘাট ভেংগে পুকুর হয়ে যাচ্ছে, গাড়ি চলতে পারে, এটা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয় শেয়ার বাজারে সর্বস্ব হারালো ক্ষুদ্র বিনিয়োগকারীরা, তাদের সকল সঞ্চয় সিস্টেম করে লুটে নিল কিছু রাঘব বোয়াল, নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়। দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, রাষ্ট্র চিন্তিত নয়। সীমান্তে কি ঘটছে, রাষ্ট্র চিন্তিত নয়। কী নিয়ে চিন্তা করে রাষ্ট্র?? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.