ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চালু হয়েছে। বাংলাদেশ থেকে কেউ অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিএসএফকে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা যায়।
এদিকে, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার গোটা সীমান্ত সিল করে দেয়া হয়েছে। সীমান্ত এলাকায় ১৪৪ ধারাও জারি করা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশের পরিস্থিতির ওপর ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ সরকার নজর রাখছে। পরিস্থিতি অনুযায়ী সীমান্তের আইন-শৃঙ্খলা ব্যবস্থা রক্ষার জন্য বিএসএফকে তৈরি থাকতে বলা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।