বাধা পেলেই সৃষ্টি হয় গণজোয়ার।
‘আমি মেশিনারিজের ব্যবসা করতাম। এক পর্যায়ে আমি ব্যবসা গুটিয়ে সব টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করি। এখন সিকিউরিটিজ হাউজ আমার কাছে টাকা পাবে। জীবন সায়াহ্নে এসে আমি এখন প্রতিটি মুহূর্তে জেলে যাওয়ার ভয়ে সময় কাটাচ্ছি।
কারণ আমি মার্জিন লোন নিয়ে শেয়ার কিনেছিলাম। তার মূল্য এখন আমার মূলধনের চেয়েও কমে গেছে। তাই মার্চেন্ট ব্যাংক ও সিকিউরিটিজ হাউজগুলো যদি এখন আমার নামে মামলা করে তবে আমাকে জেলে যেতে হবে। ’
মঙ্গলবার বাংলানিউজের কাছে এ অভিব্যক্তি প্রকাশ করেন পুঁজিবাজারের বিনিয়োগকারী এ আর ভুঁইয়া।
তিনি বলেন, ‘সব পুঁজি হারিয়ে এখন এক ছেয়ে দুই মেয়ে নিয়ে আমি কোথায় যাব কিছুই বুঝতে পারছি না।
তা ছাড়া ছেলে মেয়েগুলো বিয়ের উপযুক্ত হয়েছে। টাকার জন্য তাদের বিয়ে দিতে পারছি না। তাদের কোনও ভালো চাকরির ব্যবস্থাও করে দিতে পারছি না। কারণ চাকরি পেতে এখন অনেক টাকা ঘুষ দিতে হয়। কোথায় পাবো এতো টাকা।
সব টাকা তো পুঁজিবাজারের হারিয়ে ফেলেছি। ’
পুঁজিবাজারে পতন হয় জেনেই এখানে বিনিয়োগ করেছি কিন্তু টানা প্রায় দেড় বছর ধরে পুঁজিবাজারে পতন হয় জানলে আমি এখানে বিনিয়োগ করতাম না বলেও জানান ভুঁইয়া।
তিনি আরও বলেন, ‘আমি ১৯৮১ সাল থেকে আইপিও করে প্রথম বিনিয়োগ শুরু করি। পাশাপাশি আমি মেশিনারিজের ব্যবসা করতাম। তখন আমি খুব ভালো চলতে পারতাম।
এখন আমি পরিবারের সবার মুখে ঠিক মতো খাবার তুলে দিতে পারছি না। ’
ভুঁইয়া আরও বলেন, ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যদি ফোর্স সেল বন্ধ না করতো তবে আমাকে এতো দিন জেলে যেতে হতো। ’
এতাদিন যে মূলে শেয়ার ক্রয় করেছি তার মূল্য একন তিন ভাগের এক ভাগ হয়ে গেছে। এতো লসে শেয়ার বিক্রি করে কিভাবে যাব। সব শেয়ার বিক্রি করেও তো মার্জিন লোনের টাকা পরিশোধ করতে পারবো না বলে তিনি জানান।
তিনি আরও বলেন, মানুষ যে পরিমান মার্জিন লোন নিয়েছে তাদের মধ্যে প্রায় ৯৮ ভাগ বিনিয়োগকারী ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন তাদের ইনভেস্ট শূণ্যতে নেমে এসেছে।
বর্তমান বাজার পরিস্থিতি স্তিতিশীল করতে তিনি বাজার সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজ বাস্তবায়নের দাবি জানান। তা না হলে সাধারণ বিনিয়োগকারীরা পথের ফকির হয়ে যাবে।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।