গুজরাট সেই এলাকা যেখানে ২০০২ সালে মুসলিম বিরোধী দাঙ্গায় ৫০০০ মুসলমান শহীদ হয়েছিলেন।
Click This Link
আর এখন ২০১৫ সালের মধ্যে গুজরাটকে হিন্দু রাজ্য ঘোষণা করার কথা জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। দলের নেতা প্রাভিন তোগাড়িয়া এ কথা ঘোষণা করেছে।
একইসঙ্গে সে গুজরাটের ১৮ হাজার গ্রামের প্রত্যেকটিতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপস্থিতি নিশ্চিত করার কথাও জানিয়েছে। ভারতের জি নিউজ টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটে এ খবর দেয়া হয়েছে।
তোগাড়িয়া বলে, “আগামী দু’বছরের মধ্যে গুজরাটের প্রতিটি গ্রামে বিশ্ব হিন্দু পরিষদের লোকজনের উপস্থিতি নিশ্চিত করা হবে; সত্যিকারের ধর্মচর্চার মাধ্যমে, হিন্দুদের সচেতন করে এবং হিন্দুদের সক্রিয় করে গুজরাটকে হিন্দু রাজ্য করা হবে। ”
হিন্দু সম্প্রদায়ের এক অনুষ্ঠানে সে এসব কথা বলে। অনুষ্ঠানটি গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী আসনে অনুষ্ঠিত হলেও তাতে সে উপস্থিত ছিলো না। আগামী বছর গুজরাটে হিন্দু পুনর্জাগরণ অনুষ্ঠানও করবে বিশ্ব হিন্দু পরিষদ।
রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে তোগাড়িয়া বলে, “আমরা যতক্ষণ কাজে-কর্মে এবং বিশ্বাসে পুরোপুরি হিন্দু না হতে পারব ততক্ষণ পর্যন্ত অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা যাবে না।
” ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।