গুগল সার্চ করলে সাপ, ব্যাং পাওয়া যাবে । চেষ্টা করে দেখুন, ইংরেজি ও বাংলায় । ২০০৪ সালের পর থেকে আমি যে কবিতাগুলো লিখছি তাকে আমার এক সমালোচক নাম দিয়েছেন 'আলফা মেল পোয়েট্রি'। আমার এই অভিধাটি যথোপযুক্ত মনে হয়েছে এবং আমি চাইব যে আমার কবিতা আলোচনাকালে, বিশেষ করে অবন্তিকা নামের তরুণীটিকে নিয়ে লেখা আমার কবিতাগুলোকে এই অভিধাতেই চিহ্ণিত করা হোক। আরেকজন আলোচক, তাঁর নাম নয়নিমা শোম, তিনি লিখেছেন যে এই পর্বের কবিকে একজন 'প্রিডেটর কবি' বলে মনে হয়। আশির দশক থেকে ২০০৪ সাল পর্যন্ত আমি যে কবিতাগুলো লিখেছি তাকে আলোচকরা বলেছেন 'অধুনান্তিক' কেননা ওই কবিতাগুলোয় অধুনান্তিকাতার উপাদান রয়েছে। ২০০৪ সাল পর্যন্ত লেখা আমার কবিতা 'মলয় রায়চৌধুরীর কবিতা ২০০৪-১৯৬১' বইটিতে সংকলিত। তারপর আমার আর কোনো কাব্যগ্রন্হ প্রকাশিত হয়নি। ২০০৪ সালের পর আমি কোনো বিশেষ কবিতাভাবনা নিয়ে লিখছিনা; যা লিখছি তা 'ইন্সটিংক্ট' উপজাত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।