আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারইন বাংলা থেকে ইউনিকোড কনভাটর্ার - আলফা রিলিজ

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



আমার চার পাঁচ বছরের পুরোনো কিছু বিজয় ফাইল আছে। আর এখানে বেশ কিছু লেখা জমে গেছে। একটা ভাল কনর্ভাটার কোথাও পেলাম না। শেষ পর্যন্ত একটা কনভার্টার যখন নিজেই লেখব বলে ঠিক করলাম তখন উৎসের কাছ থেকে একটা কনভার্টার পেলাম। ততক্ষনে আমার কনভার্টারটা মোটামুটি কাজ করা শুরু করেছে।

যাই হোক ব্যবহার করে দেখুন কোন সমস্যা হলে ইমেইলে একটা স্ক্রিন শট পাঠাতে ভুলবেন না। রিকয়ারমেন্ট উইন্ডোজ এক্সপি, এস পি টু ইনস্টলেশন: 1। বাংলা ইউনিকোড ইনস্টল করুন। বর্ণনা পাবেন এখানে: Click This Link এই ওয়েবসাইট থেকে কিবোর্ড লেআউট ইনস্টল করতে পারেন, কিন্তু এই প্রোগ্রামের জন্য তা বাধ্যতামূলক নয়। 2।

প্রোগাম ডাউনলোড করুন এখান থেকে: http://tinyurl.com/fx5pk বা Click This Link একটি ফ্লোডারে উইনজিপ দিয়ে এক্সট্রাক্ট করে BanglaConverter.exe রান করুন। যদি কোন এরর পান তাহলে নেক্সট স্টেপ টা ফলো করুন। নইলে টিউটোরিয়াল সেকশনে চলে যান। 3। ডট নেট 2 রানটাইম ইনস্টল করুন এখান থেকে ডাউনলোড করে: http://tinyurl.com/758p8 টিউটোরিয়াল প্রোগ্রাম রান হবার পর দুটো টেকস্ট বক্স দেখতে পাবেন।

উপরের টেকস্ট বক্সে সামহোয়ারইন টেকস্ট দিতে হবে। আপনার যে লেখা কনভার্ট করতে চান সেই লেখাকে সামহোয়ারইনের সংশোধন বাটনে ক্লিক করে এই রকম টেক্সট বক্স থেকে কপি করে উপরের টেকস্ট বক্সে পেস্ট করুন। তারপর Convert ক্লিক করলে নীচের টেকস্ট বক্সে টেকস্ট দেখতে পাবেন। উপরের টেকস্ট বক্সে বিজয়ের যেকোন ফন্ট ব্যবহার করলেই বাংলা দেখতে পাবেন। সমস্যা 1।

শুধুমাত্র সামহোয়াইন টেকস্ট থেকে ইউনিকোড করা যায়। উলটোটা করা যায়না। 2। র-ফলার ইউনিকোড ব্যবহার আলাদা Click This Link তাই কিছু ক্ষেত্রে এটা সমস্যা করতে পারে। 3।

সামহোয়ার টেকস্ট নোটপ্যাডে সেভ করে থাকলে ''ে নিয়ে সমস্যা হয়। সমাধান কি হবে সেটা বের করা হয়নি। আশা করি আপনাদের ফিডব্যাক পাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.