সাধারণ একজন আসিফ নজরুল আমার এক প্রিয় ব্যক্তি। মানুষের একটা অবস্থান থাকে। সেই অবস্থান থেকে কেউই হয়তো শতভাগ স্পষ্ট ভাষায় কথা বলতে পারেন না। আসিফ নজরুল অনেক ক্ষেত্রে স্পষ্টভাষি বলেই মনে হয়। তার বাচনভঙ্গিতে আমি মুগ্ধ হই।
টক শো'তে কথা বলেন, তার শব্দচয়নও আমাকে টানে। তার সৌন্দর্যবোধ ও পছন্দও ভাল মনে হয় যখন দেখি প্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী তার স্ত্রী।
তিনি কিছুদিন আগে টেলিভিশন টক শোতে তিনি একটি মন্তব্য করেছেন। সোজা কথায় তিনি সাঈদীকে যুদ্ধাপরাধী মনে করেন না। এটা সম্ভবত কেউই বিশ্বাস করবেননা প্রগতিশীল এ মানুষটি সাঈদীর ভক্ত বা জামাতের সমর্থক।
তিনি যুক্তি দেখিয়েছেন সাঈদী যুদ্ধকালে ক্ষমতাধর কেউ ছিলেন না যে কিছু করবেন।
আমার কথা জামাত বা সাঈদী নিয়ে নয়। যখন দেখি আসিফ নজরুল যুক্তি দেখিয়ে একটি কথা বলেন তখন আমি আমার যুক্তি বা বিশ্বাসগত কারণে তার বিরোধীতা করতেই পারি। কিন্তু শুধু এই মত ব্যক্ত করার জন্যই কক্ষে আগুন দেয়া, ভাংচুরের অপপ্রয়াস, বা তার পদত্যাগ দাবি সমর্থনযোগ্য নয় নিশ্চয়ই।
আমরা অনেকের অসমর্থনযোগ্য ধর্মীয় গোড়ামিতে স্তম্ভিত হই।
তখন এক্সট্রিমিস্ট বুঝাতে তালেবান শব্দের আমদানি করি। কিন্তু আজ যারা প্রগতির নামে আসিফ নজরুলের বিপক্ষে এভাবে অবস্থান নিচ্ছেন তাদেরকে কি বলবো? উল্টো পিঠে এরাও কি তালেবান নয়?
আমি রাজনৈতিক বা এ ধরণের বিষয়ে লিখতে কখনোই আগ্রহ বোধ করি না। অনেকটা বিরক্ত হয়েই.. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।