"বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র" নিচের ছবিটি একজন NYPD (New York Police Department) অফিসারের এবং টাইম স্কয়ার এর নিচে একজন শীতার্থ ভিখারির। ছবিতে দেখা যাচ্ছে পুলিশ অফিসারটি ঐ ভিখারিকে নভেম্বরের তীব্র শীতের মধ্যে ব্যবহার করার জন্য একজোড়া জুতা দান করছেন। পুলিশ অফিসারের নাম লরেঞ্জ ডি'প্রিমো (২৫)। তিনি যখন শীতার্থ লোকটিকে খালি পায়ে টাইম স্কয়ারের নিচে দেখেন তখন তিনি তাকে পাশের জুতার দোকান থেকে $100 USD অর্থাৎ বাংলাদেশী প্রায় ৮০০০ টাকা দিয়ে জুতা জোড়া কিনে দেন। ছবিটি একজন পর্যটক এর ক্যমেরায় তোলা।
তিনি ১৪ই নভেম্বর ছবিটি তোলেন। ছবিটি গত মঙ্গলবার (২৭ শে নভেম্বর) NYPD এর ফেসবুক অফিসিয়াল ফ্যানপেজে আপলোড করা হয় যেখানে ৩,২০,০০০+ (!) লাইক, ৭৭,০০০+ শেয়ার এবং ২০,০০০+ কমেন্ট দেয়া হয়।
তথ্য সুত্রঃ Yahoo News
আর এবার দেখুন বাংলাদেশ পুলিশের দুটি ছবি।
বামের ছবিতে দেখতে পাচ্ছেন ষাটোর্ধ ফটোসাংবাদিক জহিরুল হক, CMP ডেপুটি কমিশনার আলী আকবর এর ঘুষি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। আর ডানের ছবিতে তিনজন পুলিশ জহিরুল হক কে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে।
ছবি দুটি ২০০৬ সালের ১৬-২০ এপ্রিল বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার চলাকালীন দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তোলা। সেইদিন এই ন্যাকারজনক ঘটনাটি ঘটেছিল চট্টগ্রাম ডিভিশনাল স্টেডিয়ামে।
তথ্য সুত্রঃ Daily Star ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।