অপরাধ সংঘটনের মাধ্যমে অর্জিত আয় পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে না। পুঁজিবাজারে কালো টাকা (অপ্রদর্শিত আয়) বিনিয়োগের সুযোগ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রোববার যে প্রজ্ঞাপন (এসআরও) জারি করেছে তাতে এ শর্ত আরোপ করা হয়েছে। প্রজ্ঞাপনে ছয়টি শর্তের কথা বলা হয়েছে। এর মধ্যে একটিতে বলা হয়, “অন্য কোনো আইনে বর্ণিত অপরাধ সংঘটনের মাধ্যমে অর্জিত আয়ের ক্ষেত্রে এই প্রজ্ঞাপনে বর্ণিত সুবিধা প্রযোজ্য হবে না।” চলতি অর্থবছরে পুঁজিবাজারে বিনাপ্রশ্নের কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হলেও পরে এক্ষেত্রে আয়ের উৎস জানানোর বাধ্যবাধকতা আরোপ করে এনবিআর। রোববারের প্রজ্ঞাপনে বলা হয়, চলতি অর্থবছরে বৈধ উপায়ে অর্জিত করমুক্ত আয় পাবলিক লিমিটেড কোম্পানি ছাড়া অন্য কোনো শ্রেণীর করদাতা বিনিয়োগ করলে বিনিয়োগকৃত আয়ের ওপর শর্ত সাপেক্ষে প্রদেয় আয়করের হার কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হলো। ----বিডিনিউজ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।