নির্বাচনের জন্যে সংগৃহীত অর্থ ব্যক্তিগত প্রয়োজনে ব্যয়ের অপরাধে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান জ্যাসে জ্যাকসন জুনিয়রকে ৩০ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো থেকে ডেমক্র্যামিক পার্টির টিকিটে ১৯৯৫ সাল থেকেই নির্বাচিত হয়ে আসছেন জ্যাসে জ্যাকসন জুনিয়র (৪৮)। তিনি আমেরিকার কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের পরম শ্রদ্ধেয় ধর্মীয় নেতা এবং মানবাধিকার সংগঠক জ্যাসে জ্যাকসনের পুত্র।
শিকাগোতে অবস্থিত ফেডারেল কোর্টের মাননীয় জজ এমি বারমেন জ্যাকসন ১৪ আগস্ট এ রায় প্রদানের সময় উল্লেখ করেন, ভোটার এবং চাঁদা প্রদানকারীদের সাথে প্রতারণার জন্যে তার এ কারাদণ্ড ভোগের প্রয়োজন রয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তাকে অবশ্যই সৎ জীবনযাপন করতে হবে এবং জনগণের বিশ্বাস ভঙ্গ হয় এমন কোন কাজ থেকে দূরে থাকতে হবে।
মামলার তদন্ত শুরুর পরই গত নভেম্বরে তিনি দোষ স্বীকার করেন যে, জনগণের দেয়া চাঁদার অর্থ থেকে সাড়ে ৭ লাখ ডলার তিনি ব্যক্তিগত বিলাসিতার জন্যে ব্যয় করেছেন। এটি করা কখনোই উচিত হয়নি। চাঁদার অর্থে তিনি রোলেক্স ঘড়ি ক্রয় করেছিলেন ৪৩ হাজার ডলারে। এছাড়া, দামী হোটেলে রাত্রি যাপন করেছেন। অথচ ঐ অর্থ ব্যয় করার কথা কেবল নির্বাচনী প্রচারাভিযানে।
নভেম্বর মাসেই তিনি কংগ্রেস থেকেও পদত্যাগ করেছেন।
দণ্ডাদেশ প্রদানের আগে কান্নাবিজড়িত কণ্ঠে আদালতে জ্যাসে জ্যাকসন জুনিয়র বলেন, ব্যক্তি জীবনকে আমি রাজনৈতিক জীবনের সাথে মিশে ফেলেছিলাম, এটি যে অন্যায় তা আমি ভুলে গিয়েছিলাম। আমি আমার এলাকাবাসী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ক্ষমাপ্রার্থী।
প্রসঙ্গত, এই কংগ্রেসম্যানের স্ত্রী সান্দ্রা জ্যাকসন (৪৯) এরও ১২ মাসের জেল হয়েছে ভূয়া ট্যাক্স রিটার্নের জন্যে। তিনি ৬ লাখ ডলারের কোনো হিসাব দেননি গত বছরের ট্যাক্স প্রদানের সময়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।