আমাদের কথা খুঁজে নিন

   

মার্টিন স্করসিস - যার হাতে জ্যান্ত হয়ে ওঠে সেলুলয়েড

চাই মাতৃভূমির সমৃদ্ধি। ট্যাক্সি ড্রাইভার দেখেছেন? অথবা দি ডিপার্টেড? অথবা গুডফেলাস, রেজিং বুল, গ্যাংস অফ নিউ ইয়র্ক, দি অ্যাভিয়েটর, শাটার আইল্যান্ড? দেখেননি? যত তাড়াতাড়ি পারুন দেখে ফেলুন তো!! এই মুভি গুলো না দেখলে আপনার মুভি দেখার ঝুলি রয়ে গেছে অনেকটাই অপূর্ণ!! সর্বকালের সেরা মুভিগুলোর তালিকায় এই মুভিগুলো খুব সহজেই স্থান করে নেবে!! আসুন দেখি এই মুভিগুলোর নেপথ্যের মানুষটিকে। ভদ্রলোকের নাম মার্টিন স্করসিস । তিনি একাধারে সিনেমা পরিচালক, প্রযোজক, স্ক্রীনরাইটার এবং ফিল্ম হিস্টরিয়ান। কিন্ত সিনে দুনিয়ায় তিনি বিখ্যাত ডিরেক্টর হিসেবে অসাধারণ কিছু মুভি উপহার দেয়ার জন্য।

কি আছে তাঁর মুভিতে? অসাধারণ ক্যামেরার কাজ, চমৎকার স্টরী লাইন, এবং বিশাল বড় ক্যানভাস। তাঁর মুভি আপনাকে ভাবতে শেখাবে, জীবনকে নতুন করে উপলব্ধি করতে শেখাবে, এবং অতি অবশ্যই পুরো রান টাইম ধরে আপনার দৃষ্টি পর্দার উপর ধরে রাখবে। তাঁর মুভিতে আপনি খুঁজে পাবেন নিত্য নতুন মাত্রা । যতবার দেখবেন আপনার সামনে ততবারই নয়া রূপে হাজির হবে মুভিগুলো!! যেন কখনোই ফুরিয়ে যায় না ক্যামেরার পেছনে তাঁর ক্যারিশমা!! কেমন হয় তাঁর মুভিগুলো?? কি তার বিষয়বস্তু?? তিনি মুলত ড্রামা জেনারের মুভি বানান। তাঁর ক্রাইম ড্রামা আছে (গুডফেলাস), থ্রিলার ড্রামা আছে (শাটার আইল্যান্ড), এমনকি বায়োগ্রাফী ড্রামাও আছে(দি অ্যাভিয়েটর)!! তাঁর মুভিগুলোতে আপনি নিজেকে খুঁজে ফেরা প্রাক্তন ভিয়েতনাম যোদ্ধাকে দেখতে পাবেন (ট্যাক্সি ড্রাইভার), দেখতে পাবেন অদম্য মেধাবী আকাশ বীরকে (দি অ্যাভিয়েটর) , দেখতে পাবেন অর্গানাইজড ক্রিমিনালদের ভিতরকার অবস্থা, অভ্যন্তরীণ কলহ, তাদের স্বপ্ন দেখা এবং স্বপ্ন ভাঙা (গুডফেলাস, দি ডিপার্টেড) !! মুভিগুলো আপনাকে নিয়ে যাবে সেলুলয়েডের মায়াময় জগতে, মুভি শেষ হওয়ার পরো আপনার মধ্যে রয়ে যাবে অনুরণন! এবার আসি স্বীকৃতির কথায়।

গুণী এই পরিচালক কোন স্বীকৃতি পেতে আর বাকি রাখেন নি! অস্কার, গোল্ডেন গ্লোব, এমি, বাফটা এমনকি DGA award ও তাঁর পাওয়া হয়ে গিয়েছে!! তবে সবচেয়ে সম্মান সূচক পুরস্কার অস্কারটা তিনি পেয়েছিলেন দি ডিপার্টেড মুভিটা পরিচালনা করার জন্য। কিন্তু তার আগে তাঁকে পেরিয়ে আসতে হয়েছে ৫ বারের মনোনয়ন!! সারাজীবনের কৃতিত্বের জন্য তিনি AFI Life Achievement Award পেয়েছেন। তিনি The Film Foundation এবং World Cinema Foundation এর প্রতিষ্ঠাতা। তো শুরু করে দিন তার মুভিগুলো দেখা। গ্যারান্টি দিচ্ছি, ঠকবেন না!! অফ টপিকঃ তার মুভি 'দি অ্যাভিয়েটর' নিয়ে আমার বিগত পোস্টটা দিয়েছিলাম।

দেখতে পারেন ইচ্ছা হলে!! The Aviator - আকাশ ছোঁয়ার স্বপ্ন (মুভি রিভিউ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।