আমাদের কথা খুঁজে নিন

   

সেন্ট মার্টিন যাব ...

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility সেপ্টম্বর এর প্রথম আর মাঝামাঝি সময়ের মধ্যে সেন্ট মার্টিন যাব ঠিক করেছি । গ্রুপ -৮ জনের হবার সম্ভাবনা আছে । অফসিজন- আপ্রিল টু আখ্টোবার http://www.tripbd.com/details/Alam-Guest-House এই খানে এই হোটেল পেলাম যা ৪ জনের ৫০০ টাকা অফসিজনে । Click This Link এখানে অফসিজনে ৮ জনের ভাড়া ৭৫০ টাকা ! http://www.tripbd.com/details/Hotel-Lodge অফ সিজনে ২৫০ টাকা ৪ জনের ! http://www.tripbd.com/details/Hotel-Garden অফ সিজনে ৪ জনের ২৫০ টাকা এটাও ! বাজেট ৫ হাজার(যাতায়াত খরচ, খাবার ও থাকা ) /এক্সট্রা যদি লাগে + snorkeling বিষয়ক খরচ + হালকা কেনা কাটা ইত্যাদি । scuba diving করা হয়তো সম্ভব হবে না, কারণ এতে অভিজ্ঞতা লাগে ।

আগের পোষ্ট এ ব্লগারদের মতামত অনুযায়ী ও বিভিন্ন ফোরামের তথ্য অনুযায়ী ভাল অভিজ্ঞতা ছাড়া এই কাজটি যথেষ্ট বিপদজনক । তদপুরী এর থেকে snorkeling বেস্ট হবে । এই মাস এর শেষ থেকেই সাতার ও snorkeling শিখতে নেমে যাব । যদিও তা নিজের আগ্রহে ও নিজে নিজে । আমার প্রেরনা ব্লগার ও ব্যক্তিজীবন ।

একজন আরব প্রবাসী সাহেবকে নতুন সাতার শিখার অভিজ্ঞতা নিয়ে পোষ্ট দিয়েছিলেন গত বছর । আর ব্যক্তিজীবন আমার ছোট খালাত ভাই ও ভাতিজী চোখের সামনে শিখে , বলতে গেলে হঠাত করেই তারা ভেসে চলে । কিন্তু আমি সফল হয় নাই , শুধু দুই পা হাত দিয়ে লাফা লাফিই করলাম পানিতে সাইকেল চালাতেও পারতাম না, অনেকটা বড় হয়ে সাইকেল চালাতে শিখেছি । যদিও তেমন ভাল পারি না । সাইকেল চালানো শিখতে গিয়ে তো পা ভেঙ্গে ফেলেছি বা মচকিয়েছি জানি না , তবে হাসপাতালে হুশ হবার বুঝেছি ।

সুতরাং মানুষ এভারেস্ট জয় করলে আমি সাধারণ সমুদ্রকে ভয় পাব কেন ? মৃত্যু তো একবার আসবেই, হয় আজ নয়তো কাল । দুনিয়াতে আমি বহুত পাপ করেছি, সুতরাং মৃত্যুটা বৃথা যাবে না, বাইচান্স যদি আল্লাহর প্রিয় হয়ে যাই । তাতে এক বান্দার পাপ করা বন্ধ হবে । মূল কথায় যাই : হাঙ্গর বা বিপদজনক মাছের কি আনাগোনা আছে সেন্ট মার্টিন এর আশেপাশে ? snorkeling এর প্রয়োজনীয় কি কি লাগবে ? Snorkel mask এর দাম কত লাগবে ? কোন টাইপের ভাল ? Semi-dry snorkel tube কি মাস্ক এর ইনক্লুড থাকবে নাকি এক্সট্রা কিনতে হবে ? কোট টাইপের ভাল ? Fins কত হলে বেস্ট হবে ? Flotation vest এর কি প্রয়োজনীয়তা আছে ? দাম কত হতে পারে ? snorkeling সরঙ্জাম ভাড়ায় পাওয়া যেতে পারে সেন্ট মার্টিন এ ? কত হতে পারে ভাড়া ? আমি snorkeling এর সাথে সাথে একট ক্যামেরা কিনতে চাই তো ওয়াটার প্রুফ সাধারণ মানের ক্যামেরা কত হতে পারে , যা দিয়ে পানির হালকা ভিতরে snorkeling এর মাধ্যমে ছবি টবি তুলতে পারি । একটু ডিটেইলস বলবেন কি করব বলেন, ভূত যখন আছড় করে আমি তখন নাছোড় বান্দা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।