আমাদের কথা খুঁজে নিন

   

সেন্ট মার্টিন দর্শন-১



সমূদ্রে গেছি অনেকবার। তারপরও সাগর দেখার শখ আমার মেটে না। অনেকে প্রশ্ন করে তোমার কোনটা প্রিয় সাগর নাকি পাহাড়? আমি বলি আমার দুটোই প্রিয়। সাগরের বিশালতায়, উন্মাতাল গর্জনে আমি মুগ্ধ আর পাহাড়ের দৃঢ়তায়, নিস্তব্ধতায় হতবিহ্বল। দুটোকে তুলনা করার আমি কোন মানে খুঁজে পাই না।

তাই দুটোই আমার কাছে অনেক অনেক প্রিয়। প্রথম সাগর দর্শনের অভিজ্ঞতা আসলেই অন্যরকম। তবে এ লেখাতে সেটি বলব না। সেন্ট মার্টিন বেড়াবার কথা বলতে ইচ্ছে হল তাই বলি............ বিয়ের পর স্বামীর সাথে যখন মধুচন্দ্রিমায় আমরা সাগর পাহাড় দুটোই ঘুরছিলাম, তখন সেন্টমার্টিন যাবার প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারিনি। সময়টা ছিল এপ্রিল মাস এ শেষ দিকে, সাগর তখন উত্তাল।

তাই সবার বারণ শুনে, এত তাড়াতাড়ি মরার ইচ্ছা না থাকাতে সে যাত্রায় আমরা সেন্ট মার্টিন না ঘুরেই ফিরে এসেছিলাম। এরপর যখন সেন্ট মার্টিন যাবার সুযোগ হল তখন আমার একারই সুযোগ হল। একটি ট্রেনিং এর স্টাডি ট্যুর এ আমাদের সেন্ট মার্টিন যাওয়া। সময়টা নভেম্বর ২০০১ সাল। তখন সী ট্রাক গুলো ছিল না।

ট্রলারে করে টেকনাফ থেকে যেতে হত। সহকর্মীরা বলাবলি করছিলেন মহিলাদের নেওয়া যাবে না। এরা রোলিং এর মধ্যে পড়ে কান্নাকাটি শুরু করে দিবে। আমাকে দুষ্টুমি করে বলছিলেন আপা আপনি যাবেন না, আপনার যদি কিছু হয়, বেচারা দুলাভাই এর কি হবে। আমি বললাম কোন চিন্তা নাই, জানেন না "অভাগার গরু মরে, আর ভাগ্যবানের বউ মরে"।

টেকনাফে ভয়াবহ রকমের বাজে একটি হোটেলে রাতটুকু কাটিয়ে সকালে আমরা আমাদের কাঙ্খিত যাত্রা শুরু করলাম। বেশ বড় একটা ট্রলার, এর মাঝে আমরা সবাই বসলাম। আমাদের সারেং বললেন ভয়ের কিছু নাই, সাগর এখন শান্ত। যেতে যেতে দেখলাম একপাশে মায়ানমার একপাশে বাংলাদেশ। দুদেশই নাফ নদীটার অংশীদার।

একসময় চ্যানেল পেরিয়ে সাগরের মোহনায় ট্রলার পড়লো, চারদিকে শুধু লোনা পানি আর কিচ্ছু দেখা যায় না। এরমধ্যে আমরা সবাই হৈচৈ করছি, ছবি তুলছি, প্রচন্ড রোদে একছাতা কয়েকজন ভাগাভাগি করে মাথা বাঁচানোর চেষ্টা করছি। যাবার সময় খেয়াল করলাম আকাশের রঙ বদলায় সাথে সাথে সাগরের পানির ও রঙ বদলায়। কখনো নীল, কখনো সবুজাভ. কখনো কালচে। বেশ লাগছিল আকাশ আর পানির এই রঙের খেলা।

দীর্ঘ সময়, প্রায় চার ঘন্টা ট্রলার ভ্রমন করে আমরা একসময় দেখলাম ছোট্ট একটা চরের মত দ্বীপ দেখা যাচ্ছে। আর সমস্বরে হৈচৈ ঐ যে সেন্টমার্টিন। আহা এই সেই দ্বীপ, যাক অবশেষে আসা গেল। ট্রলার একেবারে বেলাভূমিতে পৌঁছাতে পারে না। তাই ট্রলার থেকে ছোট ছোট ডিঙ্গি নৌকাতে করে আমাদের দ্বীপে নামতে হবে।

এতক্ষন ভয় লাগছিল না, এত ছোট ডিঙ্গি নৌকাতে উঠতে হবে মনে করে ভয়ে মুখ শুকিয়ে গেল। পানি হয়তো কোমর পানি বা তার চেয়ে বেশী হতে পারে, তবে সাঁতার জানিনা বলে এটুকুতেই ভয়। অনেক সাবধানে নৌকায় উঠে পিচ্চি মাঝিটাকে বারবার সাবধানে চালাতে বলে, অবশেষে তীরে ভিড়তে পারলাম। নামবার পরে যেন জানে পানি ফিরে পেলাম। এবং তখন উপলদ্ধি করতে পারলাম আহা কোন অপরূপ জায়গায় এসেছি।

সমূদ্রের পানি এত নীল এত স্বচ্ছ শুধু টিভিতে দেখেছি, এখন বাস্তবে দেখলাম। বেলাভূমি পেরিয়ে পাকা রাস্তা ধরে দ্বীপের মধ্যে ঢুকলাম। সেন্ট মার্টিনের প্রস্থ বরাবর একটা পাকা রাস্তা করা আছে এলজিইডির কল্যানে। হাটতে হাটতে দেখেছি সাইক্লোন শেল্টার, যার মধ্যে ছিল পুলিশ ক্যাম্প, একটি স্কুল, একটি মাদ্রাসা, গ্রামের বাড়ীঘর, কিছুদুর পর জেলাপরিষদ ডাকবাংলো। রাস্তা শেষ হল একবারে দ্বীপের অন্যপ্রান্তে যেয়ে।

অনেকেই ছুটলো হুমায়ুন আহমেদের বাড়ী সমূদ্র বিলাস দেখার জন্য। আমি ছুটলাম সাগরের কাছে। মাত্র ঘন্টা তিনেক আমরা দ্বীপে থাকতে পারবো তারপর আবার রওয়ানা হতে হবে। এ সময় টুকু এই নীল সমূদ্রের কাছেই থাকবো। এত স্বচ্ছ পানি, ভাটা থাকাতে খুব ঢেউ ছিল, না।

চারদিকে বিশাল সব প্রবাল। কিছুক্ষন ছবি তুলে সাগরের পানিতে তুমুল দাপাদাপি। অনেকেই পানিতেই নামছে না। আবার ফিরতে হবে সেজন্য। প্রায় দুঘন্টা পানিতে ডুবিয়ে আর প্রখর সূর্যের তাপে মুখ পুড়িয়ে ফেলেছিলাম, ফিরে আসার পর সারক্ষন জ্বালা করছিল।

ফিরে আসবার সময় প্রায় হয়ে গেল, নীল সবুজ পানি দেখা ছাড়া দ্বীপটা তেমন দেখার সুযোগ পেলাম না। মনে হচ্ছিল কটা দিন থাকতে পারতাম এখানে। ফেরার জন্য অন্য পথে এলাম, একটি বাড়ীতে ঢুকলাম, তাদের সাথে একটু গল্প করলাম। মহিলা হবার এটা একটা সুবিধা যেটা আমি সব জায়গায় পাই। বাড়ীর অন্দর মহলে ঢুকে যাওয়া যায়।

আসতে আসতে দেখলাম সারাটা দ্বীপ জুড়ে কেয়ার বন। ফিরার পথে বাতাসে আমাদের ভেজা কাপড় শুকিয়ে গেছিল, কাজেই যারা কাপড় ভেজার ভয়ে পানিতে নামেনি তাদের নিয়ে আমরা হাসলাম। আমাদের নৌকার কাছাকাছি যেখানটায় নেমেছিলাম সেখানে এসে দুপরের খাবারের জন্য বসলাম। গরম ভাত আর যে মাছ খেতে চাইবো সে মাছ টাটকা একবারে ডিপ ফ্রাই করে দিবে। একটা বিশাল মাছ, নাম মনে নেই, কড়কড়ে করে ভাজা আর শুধু ভাত, বেঞ্চীতে বসে খেতে যে কি মজা সেটা আর কখনো পাওয়া যাবে বলে মনে হয় না।

বেশ আয়েশ করে খেয়ে, পানির বোতলে বেশ কয়েকটি ডাবের পানি ভরে আমরা আবার আমাদের ট্রলারে যেয়ে উঠলাম। ফিরতে একদমই ইচ্ছে করছিল না, মনে মনে ভাবলাম এরপর এলে কয়েকদিন থাকবো। ফিরবার সময়টা বেশ আরামদায়ক, রোদ পড়ে গেছে, বেশ শান্ত শান্ত একটা ভাব। সবাই বসে বেশ খোশগল্প করছে। আমাদের কয়েকজন ট্রলারের মাঝি যেখানে বসে সেই উচু জায়গাটায় বসেছে।

আর বলছে এখান থেকে খুব ভাল দেখা যায়। একটু হিংসা হচ্ছিল ওখানটায় বসতে পারিনি তাই। একটুপর ওখানে বসেছে এক কলিগ, তার স্ত্রী ক্ন্নাকাটি শুরু করলেন তাকে নেমে আসতে বললেন। উনি না পেরে নেমে আসলেন, এই ফাকে আমি ওখানটায় বসলাম। কিছুক্ষন পর শুরু হল ঢেউ, ট্রলার একবার ওপরে ওঠে একবার ধপাস করে বাড়ী খেয়ে নামে।

সবাই মোটামুটি ভয় পেয়ে গেল। আমি ওপরে থাকাতে বুঝতে পারলাম যখন ঢেউ আসে তার ঠিক পরপরই নৌকা আছরে পড়বে, কাজেই ঐ সময়টায় শক্ত করে ধরে বসে থাকলাম। ফলে একসময় ব্যপারটা মজাই লাগলো। যদিও যারা নীচে বসে তাদের মুখ শুকিয়ে গিয়েছিল। আমার কলিগরা বলছে তুমি ভয় পাওনা কেন? তখন তো কোমড় পানিতে ডিঙ্গি নৌকাতে কান্নাকাটি করেছো।

আমার ব্যাখ্যা ছিল, এই মাঝ সাগরে যেখানে কোন কূল কিনারা নাই, সাঁতার জানা থাকলেও কারো পক্ষে বাঁচা সম্ভব না যদি ট্রলার ডুবে যায়। কাজেই এক যাত্রায় পৃথক ফল হবার কোন সম্ভাবনা নেই। মরলে সবাই একসাথেই মরবো। যখন মরবো তখন দেখা যাবে এখন আনন্দ পাচ্ছি এটা পেয়ে নেই। আর ডিঙ্গি নৌকা ডুবলে সবাই বাঁচবে আমি একা মরবো তাই এত ভয়।

.. কিছুক্ষন পর রোলিং থেমে গেল, আমরা নিরাপদে টেকনাফ এসে পৌঁছলাম। এরপর আবার অনেক বছর পর একবার গেলাম সেটা ছিল অন্যরকম মজার.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।