আমাদের কথা খুঁজে নিন

   

তোমায় দিলাম শূন্য অভিশাপ !

আমি যে কেনো কাঁদি , জন্মাবধি ! বৃষ্টি-দগ্ধ হয়ে ডুবে থাকি কারো তন্দ্রাহত দৃষ্টির গভীরে ... তোমায় দিলাম শূন্য অভিশাপ । একদিন এইখানে এসেছিলাম আমি ঠিক এইখানে, রাঙ্গা আলোর ডাকে অথবা অলির গানে । নিশান্ত শেষে অচিন আলোকনে যামিনী ঘোর তখনো কাটেনি মনে, কত পথ পারায়ে- এই অরণ্যে এসে বসে, কুয়াশা তখনো যায়নি , সুরুজের এই প্রত্যুষে! তবু কুহকের ডাকে ,মরীচিকার আশে, ছুটে এসেছি এইখানে,এক ভ্রান্ত বিশ্বাসে । শুধু দেখেছি চেয়ে,শ্রান্ত দু চোখ বেয়ে, পদতলে হায় সবুজ ঘাসের নীড় নব বধুর সলজ্জ হাসির মত, মেলে ধরে আছে সাত ফোঁটা ভোরের শিশির। জিয়ন্ত এ শিশির ফোটার পানে চেয়ে থাকি অপলক, এ যেন গো , আমার প্রিয়তমার হারানো সেই শুক্ল নোলক।

কিছু কথা নেই,কিছু ভাষা নেই,শুধু মৌনতা , তবু মুগ্ধ নয়নে চেয়ে, জানিনা কখন দুফোটা জল গড়ায়েছে , এই নয়নের কোল বেয়ে। এত ভালোবাসা বাহিরে ফেলিয়া, এতকাল ছিনু ঘরে! আজ আমি কোথাও যাবোনা, দেখি কে আমায় নিয়ে ফেরে । কয়েক বছর পরে, সেই আরণ্য ঘোরে, যবে আসিয়াছি এইখানে হায়! দেখি সবকিছু ঠিক আছে, শুধু সেই অরণ্যখানি নাই। আমি অথবা অন্য কেউ , মহাশূন্যের নিসীম শূন্যতাকে খানখান করে , তোমায় হত্যা করেছি সহসাই ! একদিন যে আমারে দিয়েছিল গান, কভু সে আজ নাই। অরণ্য ফেলিয়া এইখানে এক বিশাল অট্রালিকা, সবুজ ঘাসের হৃদয়ে নিষ্ঠুর হয়ে দাঁড়ায়ে রয়েছে একা ।

জানি এইখানে আছে- কিছু মৌনতা , আর কিছু পাপ, তবু যেন বলছে ডেকে - তোমায় দিলাম শূন্য অভিশাপ । ***  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।